এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশে লাইনচ্যুত মহাকোশল এক্সপ্রেস, আহত ৫২, সন্ত্রাসবাদী হামলার সন্দেহ এটিএস-এর
লখনউ: উত্তরপ্রদেশের মহোবা স্টেশনের কাছে লাইনচ্যুত মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে দিল্লিগামী নিজামউদ্দিন মহাকোশল এক্সপ্রেস। আহত ৫২। ১০ জনের আঘাত গুরুতর। রাত আড়াইটে নাগাদ মহোবা ও কালপাহাড় স্টেশনের মাঝে লাইনচ্যুত হয় মহাকোশল এক্সপ্রেসের ৮টি কামরা। দুর্ঘটনাস্থলে যান উত্তর-মধ্য রেলওয়ের জেনারেল ম্যানেজার-সহ রেলের উচ্চপদস্থ কর্তারা। ত্রাণের ট্রেন পৌঁছনোর পর শুরু হয় উদ্ধারকাজ। ঝাঁসি, গ্বালিয়র, বান্দা ও নিজামউদ্দিন স্টেশনে খোলা হয়েছে হেল্প লাইন। গুরুতর আহতদের জন্য ৫০ হাজার টাকা এবং সামান্য আহতদের জন্য ২৫ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রেল।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রেল লাইনের একটি অংশে ফাটল থাকার জন্যই আটটি কামরা লাইনচ্যুত হয়েছে। এর পিছনে সন্ত্রাসবাদীদের হাত থাকতে পারে বলে সন্দেহ করছে এটিএস। উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ বলেছেন, তদন্তকারীরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। রেল লাইনের একটি অংশ ভাঙা ছিল। এর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
রেলের পক্ষ থেকেও দুর্ঘটনার জন্য রেল লাইনে ফাটলকেই দায়ী করা হয়েছে। রেল প্রতিমন্ত্রী মনোজ সিংহ বলেছেন, ট্রেনের বাঁ দিকের লাইনে ফাটল থাকায় আটটি কামরা লাইনচ্যুত হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ফাটল পুরনো নয়। কী কারণে এই ফাটল ধরল, সেটা এখনও স্পষ্ট নয়। ৪০০ মিটার দীর্ঘ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
লখনউয়ে এডিজি (আইন-শৃঙ্খলা) দলজিত চৌধুরী বলেছেন, রাত ২.২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ৫২ জন আহত হয়েছেন। দু জনের আঘাত গুরুতর। তাঁদের ঝাঁসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
রেলওয়ে বোর্ডের (ট্র্যাফিক) সদস্য মহম্মদ জামশেদ বলেছেন, রেলের এক উচ্চপদস্থ আধিকারিক এই দুর্ঘটনার তদন্ত করবেন। অন্তর্ঘাত বা সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না। এই দুর্ঘটনার জন্য সাতটি ট্রেন বাতিল করতে হয়েছে এবং সাতটি ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আজ মধ্যরাতের মধ্যেই লাইন সারিয়ে ফেলা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement