এক্সপ্লোর
অস্ত্রোপচারের ভুল, ফ্যালোপিয়ান টিউবের বদলে চিকিত্সকরা কেটে দিলেন রোগীর অন্ত্র

ইয়াভাতমাল: চিকিত্সকদের ভুল, মহারাষ্ট্রের ইয়াভাতমালে স্থানীয় এক স্বাস্থ্যকেন্দ্রে বাচ্চা যাতে না হয়ে সেই অস্ত্রোপচার করাতে গিয়ে মৃত্যু এক মহিলার, আশঙ্কাজনক পাঁচ। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ইয়াভাতমালের পুসাদ তেহসিলের বেলোর গ্রামে পরিবার পরিকল্পনার জন্যে আর যাতে সন্তান না হয়ে, সেইজন্যে একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। অস্ত্রোপচার করাতে এসেছিলেন গ্রামের মহিলারা। পুরো অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন চিকিত্সক স্বপনীল সাতপুটে। তিনি ভুলবশত রোগীর ফ্যোলোপিয়ান টিউবের বদলে অন্ত্র কেটে বাদ দিয়ে দেন। মৃত্যু হয় এক মহিলার, আশঙ্কাজনক আরও অনেকে। এরপর থেকেই অভিযুক্ত চিকিত্সক পলাতক। এই ঘটনায় যে মহিলার মৃত্যু হয়েছে তিনি বিধর্বের বারা গ্রামের বাসিন্দা সারদা কালে। ময়নাতদন্তে জানা গিয়েছে ওই মহিলার অন্ত্র কেটে দেওয়া হয়েছিল, ফ্যালোপিয়ান টিউবের বদলে। বেলোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার পদে রয়েছেন অভিযুক্ত চিকিত্সক। জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে কে.জে, রাঠৌঢ় জানান, ঘটনাটি সত্য। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তের দোষ প্রমাণ হলে, কড়া শাস্তির আশ্বাসও দিয়েছেন রাঠৌঢ়। মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণাও করা হয়েছে। এই অস্ত্রোপচার ওই একই চিকিত্সকের অধীনে করিয়ে আশঙ্কাজনক আরও পাঁচ মহিলা। চারজন রয়েছেন ওখানকার সরকারি হাসপাতালে। একজন রয়েছেন বেসরকারি হাসপাতালে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















