এক্সপ্লোর
আইইডি বিস্ফোরণে নৌশেরায় নিহত এক মেজর সহ ২ সেনা কর্মী, আহত আরও ২
জম্মু: জম্মু ও কাশ্মীরে আইইডি বিস্ফোরণে নিহত হলেন এক অফিসার সহ ২ সেনাকর্মী। আহত আরও ২ জওয়ান। সেনা সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, নৌশেরায় হওয়া ওই হামলায় নিহত অফিসার মেজর পদমর্যাদার। প্রাথমিক অনুমান, হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তান সেনার বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)। গত ২৪-ঘণ্টায় এই নিয়ে ২ বার জম্মু ও কাশ্মীরে হামলা চালাল ব্যাট। এদিকে, শ্রীনগরের লালচকে সিআরপিএফ ছাউনি লক্ষ্য করে এদিন ইউবিজিএল গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। তাতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে, এদিনই রাজ্যের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে জঙ্গিদের পাতা আইইডি বিস্ফোরণে আহত হন এক জুনিয়র কমিশনড অফিসার ও এক জওয়ান। জানা গিয়েছে, জেলার লাম অঞ্চলে ওই আইইডি বসানো হয়েছিল। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজৌরিতেই, নিয়ন্ত্রণরেখায় পাক বাহিনীর গুলিতে গুরুতর জখম হয় সেনার এক কুলি। পরে তাঁর মৃত্যু হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement