এক্সপ্লোর
এনআইএ অফিসার খুনে মূল মস্তিষ্ক নয়ডায় গ্রেফতার
![এনআইএ অফিসার খুনে মূল মস্তিষ্ক নয়ডায় গ্রেফতার Mastermind In Nia Officer Murder Case Arrested এনআইএ অফিসার খুনে মূল মস্তিষ্ক নয়ডায় গ্রেফতার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/06/28092055/Tanzeel-photo-NEW-580x395-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: গ্রেফতার ন্যাশনাল ইনভেস্টিগেশন অফিসার (এনআইএ) তানজিল আহমেদ খুনের মামলার মাস্টারমাইন্ড মুনির। দুই সঙ্গী সমেত তাকে নয়ডা থেকে পাকড়াও করেছে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গত তিনদিন ধরে সে নয়ডাতেই লুকিয়ে রয়েছে বলে খবর ছিল তাদের কাছে। একটি ৯ মিমি পিস্তলও পাওয়া গিয়েছে মুনিরের কাছ থেকে। তাকে জেরা করছেন এনআইএ, এসটিএফ কর্তারা।
গত ২ ও ৩ এপ্রিলের মধ্যবর্তী রাতে পাশের গ্রামে ভাগ্নীর বিয়ের অনুষ্ঠান থেকে বিজনৌরের সহাসপুর গ্রামে নিজের বাড়িতে সপরিবারে ফিরছিলেন তানজিল। ৪৫ বছর বয়সি তানজিলের শরীর ফুঁড়ে যায় মোটরবাইক চড়ে আসা দুষ্কৃতীদের ২৪টি বুলেট। তাঁর স্ত্রী ফারজানা খাতুনকেও গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মারা যান তানজিল। তাঁর গাড়িটি নিয়ে পালায় তারা।
ঘটনার দশদিন পর মারাত্মক জখম ফারজানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এইমস-এ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত রিজওয়ান, তানজিম, রেহান ও জইনুল নামে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না মূল মাথা মুনিরের। তার মাথার দাম ২ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল।
চারজন ধরা পড়ার পর উত্তরপ্রদেশ পুলিশ দাবি করেছিল, পারিবারিক বিবাদের জেরেই খুন করা হয় তানজিল, তাঁর স্ত্রীকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)