এক্সপ্লোর
Advertisement
মেয়েদের বিয়ার পান: মিডিয়া মন্তব্য বিকৃত করেছে, স্কুল, কলেজের পড়ুয়াদের কথা বলেছি, দাবি পর্রীকরের
পানাজি: সোস্যাল মিডিয়ায় মেয়েদের বিয়ার পান করা সম্পর্কে মন্তব্য ঘিরে সমালোচনার মুখে মিডিয়াকে দুষলেন মনোহর পর্রীকর। গোয়ার মুখ্যমন্ত্রীর দাবি, মিডিয়া তাঁর মন্তব্য বিকৃত করেছে। তিনি শুধু 'স্কুল ও কলেজ পড়ুয়াদের' কথা বলেছিলেন।
গত সপ্তাহে পর্রীকর মেয়েদের বিয়ার পানে নিজের আপত্তি প্রকাশ করেন। স্টেট ইউথ পার্লামেন্টের অনুষ্ঠানে তাঁর ভাষণ উদ্ধৃত করে মিডিয়ায় বলা হয়েছিল, আমার ভয় করছে, আজকাল তো দেখছি মেয়েরাও বিয়ার খাওয়া শুরু করেছে। সহনশীলতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমি সবার কথা বলছি না। এখানে যারা বসে আছে, তাদের কথা বলছি না। এ নিয়ে সমালোচনা শুরু হতেই আজ পর্রীকর বলেন, কেউ উদ্দেশ্যপ্রনোদিত ভাবে বক্তব্য বিকৃত করতে চাইলে আমাদের কিছু করার থাকে না। এমন ভাবে আমার কথা বিকৃত করা হয়েছে যে, শেষমেষ ইন্টারভিউ নেওয়া লোকটিও ট্যুইট করে জানিয়েছেন যে, আমি স্কুল, কলেজের পড়ুয়াদেরই বোঝাতে চেয়েছি। আজ তিনি কাউকেই 'মদ্যপান করতে নিষেধ করেননি' বলেও সাংবাদিকদের জানান পর্রীকর। তাঁর ওই মন্তব্যে 'আতঙ্ক, ভয় নেই, শুধু উদ্বেগ রয়েছে' বলেও জানান তিনি। বলেন, ভয় উদ্বেগ থেকে আলাদা। উদ্বেগ প্রতিটি মানুষের হয়।
আরেক মন্ত্রী বিজয় সরদেশাইয়ের গোয়ায় ঘুরতে আসা দেশীয় পর্যটকদের একাংশকে 'দুনিয়ার আবর্জনা' বলে কটাক্ষ নিয়েও জলঘোলা হচ্ছে। পর্রীকর বলেন, রাজনীতিকদের প্রকাশ্যে মন্তব্য করার সময় সতর্ক থাকা উচিত। সরদেশাই বিষয়টি তুলে কোনও অন্যায় করেননি, তবে ভুল কায়দাটি ঠিক ছিল না, এও জানিয়েছেন পর্রীকর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement