বিদেশ সফরের তথ্য গোপন! ফেসবুক পোস্ট দেখে মহিলাকে আটক করল পুলিশ
করোনা আবহে বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের সময় বিদেশ ভ্রমণের তথ্য গোপন! পরে ফেসবুক প্রোফাইল দেখে মিজোরামের মহিলাকে আটক করল পুলিশ।
আইজল: করোনা আবহে বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের সময় বিদেশ ভ্রমণের তথ্য গোপন! পরে ফেসবুক প্রোফাইলে পোস্ট দেখে মিজোরামের মহিলাকে আটক করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত ১০ মার্চ লেঙপুই বিমানবন্দরে বিমান থেকে নামেন ওই মহিলা। বিমানবন্দরেই সরকারের নির্দেশ মতো চালু ছিল করোনা থার্মাল স্ক্রিনিং। সেখানে ওই মহিলা বলেন, তিনি কলকাতা থেকে ফিরেছেন।
পরে ওই মহিলার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, মাকাউ থেকে কলকাতা হয়ে আইজলে ফিরেছেন ওই মহিলা। এই তথ্য সামনে আসার পরেই আইজল থেকে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ভারতীয় দন্ডবিধি অনুযায়ী ওই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। করোনা প্রতিরোধে সবরকম ব্যবস্থা নিচ্ছে সরকার। তাই যে কোনও কেউ বিদেশ থেকে এলেই সাবধানতার জন্য তাকে পাঠানো হচ্ছে কোয়ারেন্টাইনে। এই ভয়েই বিদেশ ভ্রমণের তথ্য গোপন করছেন অনেকেই।