কর্নাটক: দেবগৌড়াকে জন্মদিনের শুভেচ্ছা মোদীর, প্রচারে আক্রমণ করার জন্য ক্ষমা চাইলেন রাহুল

বেঙ্গালুরু: শনিবার কর্নাটক বিধানসভায় আস্থাভোটের সম্মুখীন বিজেপি সরকার। ঠিক ২৪-ঘণ্টা আগে, জনতা দল সেকুলার (জেডিএস) সুপ্রিমো এইচ ডি দেবগৌড়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ভোট প্রচারে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে আক্রমণ করার জন্য একইসঙ্গে দেবগৌড়ার কাছে ক্ষমাও চেয়ে নিলেন রাহুল। আর এই নিয়ে জাতীয় রাজনীতিতে জল্পনা তুঙ্গে।
কর্নাটকের চলতি সরকার গঠন ‘নাটকে’ শনিবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে কর্নাটকের অন্যতম দল জনতা দল-সেকুলার (জেডিএস)। শনিবার সেই নাটকের গুরুত্বপূর্ণ অঙ্ক মঞ্চস্থ হবে যখন কর্নাটক বিধানসভায় শক্তি-পরীক্ষার মুখে পড়বে মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার নেতৃত্বাধীন বিজেপি।
আগামীকাল বিকেল ৪টে নাগাদ আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে গেরুয়া-শিবিরকে। ইতিমধ্যেই, প্রয়োজনীয় সংখ্যা না থাকা সত্ত্বেও বিজেপিকে সরকার গঠনের আহ্বান করার কর্নাটক রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কংগ্রেস-জে়ডিএস।
সর্বোচ্চ আদালতের নির্দেশেই শনিবার হতে চলেছে আস্থাভোট। ঠিক তার আগে, জেডিএস-কে ‘তুষ্ট’ করতে ময়দানে নেমে পড়েছে কংগ্রেস ও বিজেপি—দুপক্ষই। এদিন নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার সঙ্গে কথা হল। ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। ওনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের কামনা করলাম।
https://twitter.com/narendramodi/status/997324954013126656এর আগে, গতকাল রাতে জেডিএস-এর সঙ্গে সম্পর্ক মজবুত করতে দেবগৌড়াকে ফোন করেন রাহুল গাঁধী। তিনিও দেবগৌড়ার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং জন্মদিনের আগাম শুভেচ্ছা জানান। এর পাশাপাশি, ভোটপ্রচারে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য ক্ষমা চেয়ে নেন রাহুল। প্রসঙ্গত, মাণ্ড্যতে প্রচারে গিয়ে জেডিএস-কে বিজেপির ‘বি-টিম’ হিসেবে উল্লেখ করেন রাহুল।
https://twitter.com/RahulGandhi/status/997345496636248064সূত্রের খবর, ফোনে রাহুল ও দেবগৌড়ার মধ্যে প্রায় ১০ মিনিট কথা হয়। ওই কথোপকথন মূলত কর্নাটকের বর্তমান রাজনৈতিক সমীকরণকে ঘিরেই ছিল। জানা গিয়েছে, কর্নাটকের স্বার্থে দুই দল এককাট্টা থাকার সিদ্ধান্ত নেয়।






















