এক্সপ্লোর
Advertisement
নিপা ভাইরাস: কেরল থেকে ফল, সবজি আমদানি নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরশাহী
নয়াদিল্লি: নিপা ভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কেরল থেকে তাজা ফল ও সবজি আমদানি নিষিদ্ধ করে দিল সংযুক্ত আরব আমিরশাহী সরকার। এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরশাহীর জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবু ধাবি ফুড কন্ট্রোল অথরিটি এবং দুবাই, শারজা, আজমান, উম আল কোয়াইন, রাস আল খাইমা ও ফুজাইরা পুরসভাকে কেরল থেকে সব ধরনের তাজা সবজি ও ফল আসা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কেরলে নিপা ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরলে নিপায় আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, যে বাদুড়রা ফল খায়, তাদের মাধ্যমেই এই ভাইরাস ছড়াচ্ছে বলে মনে হচ্ছে। এই বাদুড়রা মূলত আম, খেজুর ও কলা খায়। তাদের মুখ দেওয়া ফল মানুষ বা অন্য কোনও প্রাণী খেলে সংক্রমণের আশঙ্কা আছে। সেই কারণেই কেরলের ফল ও সবজি নিষিদ্ধ করে দিল সংযুক্ত আরব আমিরশাহী সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement