এক্সপ্লোর
Advertisement
বিজেপি-র সঙ্গে জোট নয়, গুজরাতে ৪-৫টি আসনে আলাদা লড়বে জেডিইউ
নয়াদিল্লি: গুজরাতে আসন্ন বিধানসভা নির্বাচনে চিরাচরিত চার-পাঁচটি আসনে লড়াই করবে নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। তবে এনডিএ-র সঙ্গে থাকলেও, গুজরাতের বিধানসভা নির্বাচনে জোটের বিষয়ে বিজেপি-র সঙ্গে কোনও আলোচনা হয়নি বলেই জানিয়েছেন জেডিইউ মুখপাত্র কে সি ত্যাগী। তিনি আরও বলেছেন, দল যাতে নিজেদের প্রতীক নিয়েই নির্বাচনে লড়াই করতে পারে, তার জন্য নির্বাচন কমিশনকে শরদ যাদব গোষ্ঠীর দাবি খারিজ করে দেওয়ার আর্জি জানানো হয়েছে।
শরদ-গোষ্ঠীকে তোপ দেগে ত্যাগী বলেছেন, ‘আমাদের বিরুদ্ধ গোষ্ঠী বৃহস্পতিবার নির্বাচন কমিশনে নতুন করে নথিপত্র জমা দিয়ে দলের প্রতীকের উপর নিজেদের অধিকার দাবি করেছে। কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, নীতীশ কুমারের নেতৃত্বাধীন গোষ্ঠীই আসল জেডিইউ-ই। শরদ-গোষ্ঠী জাল নথিপত্র জমা দিয়েছে। তারা জালিয়াতি ও নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করছে। তাই তাদের আর্জি খারিজ করে দেওয়া উচিত কমিশনের।’
গুজরাতের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে ত্যাগী বলেছেন, এই রাজ্যে জেডিইউ-এর একমাত্র বিধায়ক ছোটুভাই বাসব শরদের সঙ্গে হাত মিলিয়েছেন। তবে গুজরাতের মানুষ জেডিইউ-কে সমর্থন করেন। যে আসনগুলিতে জেডিইউ এতদিন ধরে অধিকাংশ মানুষের সমর্থন পেয়ে এসেছে, সেই আসনগুলিতে এবারও প্রার্থী দেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement