এক্সপ্লোর
Advertisement
১,৫০০ কোটি টাকা দিন, নয়তো আবার জেলে যান, সহারা কর্তাকে সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: ১৫ জুনের মধ্যে সহারা কর্তা সুব্রত রায়কে ১,৫০০ কোটি টাকা দিতে হবে। না হলে তাঁকে ফের জেলে যেতে হবে। এমনই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সহারা কর্তার প্যারোলে মুক্তির মেয়াদ বাড়িয়ে ১৯ জুন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চ বলেছে, ১৫ জুনের মধ্যে ১,৫০০ কোটি টাকা দেওয়ার পাশাপাশি ১৫ জুলাইয়ের মধ্যে আরও ৫৫২.২২ কোটি টাকা দিতে হবে। ই-পেমেন্ট করতে পারবে সহারা। ১৯ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন সুব্রতকে আদালতে হাজির থাকতে হবে।
অ্যাম্বি ভ্যালি নিলামের প্রক্রিয়া শুরু করারও উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট। বম্বে হাইকোর্টে যিনি নিলামের বিষয়টি দেখভাল করেন, তাঁকে অ্যাম্বি ভ্যালি নিলামের নিয়ম-কানুন নির্দিষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৯ জুন এ বিষয়ে চূড়ান্ত নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট।
এই মামলাতেই ১০ কোটি টাকা জমা দিতে না পারায় চেন্নাইয়ের ব্যবসায়ী প্রকাশ স্বামীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে বিচারপতি মিশ্র, রঞ্জন গগৈ ও একে সিকরির বেঞ্চ। সহারার নিউ ইয়র্কের হোটেল কিনতে চেয়ে একটি বিদেশি সংস্থার হয়ে আদালতে হলফনামা পেশ করেছিলেন প্রকাশ। কিন্তু তিনি সময়মতো টাকা জমা দেননি। সেই কারণেই তাঁর এক মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement