এক্সপ্লোর
Advertisement
উরি: বেঙ্গালুরুতে পাক গায়ক সাফাকত আমানত আলির কনসার্ট বাতিল
বেঙ্গালুরু: দেশের তথ্য-প্রযুক্তি রাজধানীতে শুক্রবার গান গাওয়ার কথা ছিল পাকিস্তানের নামী গায়ক সাফাকত আমানত আলির। কিন্তু উরি হামলার জেরে উদ্ভূত ভারত-পাকিস্তান সম্পর্কে অনাস্থার পরিপ্রেক্ষিতে পাক ক্লাসিক্যাল গায়কের কনসার্ট বাতিল ঘোষণা করে দিলেন উদ্যোক্তারা। অনুষ্ঠানের আয়োজক রেডিও মির্চি গ্রুপ ম্যানেজার (সেলস) শ্রীনিবাস জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর কনসার্ট হওয়ার কথা ছিল। তবে ২০ সেপ্টেম্বরই সেটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল, গেরুয়াপন্থী সংগঠনগুলি তা বাতিলের দাবি জানানোর অনেক আগেই। বাস্তবত, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ মাত্র কয়েকদিন আগে ইস্যুটা তোলে।
সাধারণ দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কনসার্ট বাতিল করা হল বলে জানিয়েছেন তিনি।
উরির হামলার প্রসঙ্গ তুলে পাক গায়কের অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার দাবি তুলে পরিষদের পাশাপাশি বজরং দলের কর্ণাটক শাখার সভাপতি সূর্যনারায়ণ বলেন, সকলেই জানে পাকিস্তান কেমন। প্রতিদিন ভারতীয় জওয়ানদের হত্যা করছে ওরা। গোটা দুনিয়া পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র বলে ঘোষণার দোরগোড়ায়। এই যখন পরিস্থিতি, তখন একজন পাকিস্তানি শিল্পীকে ডাকার দরকারটা কী! তাই বজরং দল ওই অনুষ্ঠান বাতিলের দাবিতে পুলিশের কাছে অভিযোগ পেশ করে পুলিশ ও রেডিও মির্চিকে জানিয়ে দিয়েছে, কোনও অনভিপ্রেত ঘটনা হলে কিন্তু তারা দায়ী থাকবে না। সূর্যনারায়ণ বলেন, আমরা দেশের সংবিধান মেনে চলার সিদ্ধান্ত নিয়েছি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ইন্ডিয়া
Advertisement