এক্সপ্লোর
Advertisement
পঞ্চায়েত প্রার্থী এই রাজনৈতিক নেতা প্রচারে কোহলিকে আনার প্রতিশ্রুতি দিয়ে আনলেন নকল বিরাটকে, তারপর কী হল দেখুন
নয়াদিল্লি: ভারতে রাজনীতিবিদরা ভোটের আগে নানা ধরনের সাধ্যের বাইরে গিয়ে প্রতিশ্রুতি দিয়ে থাকেন। অধিকাংশ সময়ই ভোট পরবর্তী পর্যায়ে দেখা যায় সেসমস্ত প্রতিশ্রুতি পূরণ হয় না। সম্প্রতি মহারাষ্ট্রের এক পঞ্চায়েত প্র্রার্থী অবশ্য সেই সমস্ত ছক বাঁধা প্রতিশ্রুতিকে ছাপিয়ে গিয়ে চমকে দিলেন তাঁর ভোটারদের।
ভিত্তল গনপত গাভাতে, যিনি শিরুরের রামালিঙ্গা গ্রাম পঞ্চায়েতে সরপঞ্চ পদের জন্যে লড়ছিলেন। তিনি গ্রামের মানুষের কাছে প্রতিশ্রুতি দেন, ২৫ মে প্রচারে বিরাট কোহলিকে তাঁদের কাছে এনে দেবেন। কথা বলার সঙ্গে সঙ্গে তা হটকেকের মতো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
বিলবোর্ড, ব্যানারে গাভাতে-কোহলির ছবি একসঙ্গে নিয়ে ছাপানো হয় এবং গ্রামবাসীদের মাঝে বিলিও করা হয়।
২৫ মে আসতেই, সারা গ্রাম ওই জনসভায় কোহলিকে চোখের দেখা দেখার জন্যে হাজির হয়। কিন্তু সেদিনের জনসভায় এসে তাঁদের চক্ষু চড়ক গাছ। পঞ্চায়েত প্রার্থী গাভাতে সকলকে চমকে দিয়ে জনসভায় কোহলির বদলে হাজির করেন তাঁর সঙ্গে সাদৃশ্য রয়েছে এক নকল কোহলিকে।
সেই মুহূর্তের ছবি তুলে নিয়ে এক ব্যক্তি টুইটারে পোস্ট করে দেন। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের ঝড়।
— Alexis Rooney (@TheChaoticNinja) May 27, 2018তবে এই সমস্ত কিছুর মধ্যে জানা গিয়েছে, আসল কোহলি জানতেনই না তাঁর নাম ব্যবহার করে ভোটার টানছেন এক পঞ্চায়েত প্রার্থী। পরে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে পুরো বিষয়টি কোহলির নজরে আসে।
.@imVkohli hits the campaign trail in injury time! 😂😂 https://t.co/DoInqvNkyq
— Bhuvan Bagga (@Bhuvanbagga) May 26, 2018
Ghar se Kuch Dur nikalte Chalte hi.. hi.. pic.twitter.com/mx9pqdexkP
— Su$hVichaR (@Msush15) May 26, 2018
So this actually happened. They put up an election rally ad saying Virat Kohli is going to campaign for us and they actually fooled public by bringing a lookalike of Virat Kohli 😂😂😂😂😂 pic.twitter.com/Xl9GvAVi2W
— Alexis Rooney (@TheChaoticNinja) May 25, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement