‘প্রথম মহিলা আর আমি...’ হিন্দি ট্যুইটে ভারতবাসীর উদ্দেশে বিশেষ বার্তা ট্রাম্পের
হিন্দি ট্যুইটে ভারতবাসীর উদ্দেশে বিশেষ বার্তা ডোনাল্ড ট্রাম্পের।
আমদাবাদ: ওয়াশিংটন ডিসি থেকে ওড়ার আগে হিন্দিতে ট্যুইট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ভারতে আসার জন্য মুখিয়ে রয়েছেন। আর কয়েক ঘণ্টার মধ্যে ভারতে এসে সবার সঙ্গে দেখা করবেন। ‘বন্ধু’ ট্রাম্পের এই ট্যুইটের প্রত্যুত্তরে নরেন্দ্র মোদি লিখলেন সংস্কৃত শ্লোক ‘অতিথি দেব ভব’। ট্যুইট কথোপকথোনের শুরুয়াতটা হয়েছিল এভাবেই। এরপর ভারতবাসীর মন জিততে একের পর এক হিন্দি ট্যুইট করতে শুরু করলেন মার্কিন রাষ্ট্রপতি। সেই ট্যুইটগুলোর একটিতে ডোনাল্ড ট্রাম্প লিখলেন, “প্রথম মহিলাকে (মেলানিয়া ট্রাম্প) সঙ্গে নিয়ে ৮০০০ মাইল দূর থেকে আপনাদের উদ্দেশে একটি বার্তা নিয়ে এসেছি। আমেরিকা ভারতকে ভালবাসে, সম্মান করে। আমেরিকার মানুষ সবসময় ভারতীয়দের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে।”
अतिथि देवो भव: https://t.co/mpccRkEJCE
— Narendra Modi (@narendramodi) February 24, 2020
प्रथम महिला और मैं इस देश के हर नागरिक को एक सन्देश देने के लिए दुनिया का 8000 मील का चक्कर लगा कर यहां आये हैं l अमेरिका भारत को प्रेम करता है - अमेरिका भारत का सम्मान करता है - और अमरीका के लोग हमेशा भारत के लोगों के सच्चे और निष्ठावान दोस्त रहेंगे l https://t.co/1yOmQOEnXE
— Donald J. Trump (@realDonaldTrump) February 24, 2020
যদিও ট্রাম্পের এই ভারত প্রেমের বর্ণনার আগে মঞ্চ প্রস্তুত করে দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। তাঁর আমেরিকা সফর প্রসঙ্গে নরেন্দ্র মোদি এদিন বলেন, “পাঁচ মাস আগে আমি আমার মার্কিন সফরের সূচনা করেছিলাম। হিউস্টনে হাউডি মোদি দিয়ে ওই সফরের সূচনা হয়েছিল। এবার আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর পরিবার নিয়ে ভারতে এসেছেন। দুনিয়ার সবথেকে বড় গণতন্ত্রে আপনাকে স্বাগত। গুজরাতের এই ভূমিতে আপনার জন্য যে সমারোহ তৈরি হয়েছে, তা গোটা ভারতের উন্মাদনার সফল।”
দেশের প্রধানমন্ত্রী আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর আমেরিকা ও ভারতের বন্ধুতাকে আরও দৃঢ় করবে। পরে বলতে উঠে একই কথা বলেন ডোনাল্ড ট্রাম্পও।