এক্সপ্লোর
Advertisement
‘পদ্মাবৎ’-এর বিরুদ্ধে প্রতিবাদ চলবে, জানাল রাজপুতদের দু’টি সংগঠন
জয়পুর: শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণী সেনার মুম্বই শাখা ‘পদ্মাবৎ’-এর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করলেও, এই সংগঠনের প্রধান জানিয়ে দিলেন, সঞ্জয় লীলা বনশালীর ছবিটি নিয়ে এখনও তাঁদের আপত্তি আছে। তাঁরা ছবিটির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে যাবেন। অন্য একটি সংগঠনও বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।
শ্রী রাজপুত করণী সেনার প্রধান লোকেন্দ্র সিংহ কলভি এবং শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণী সেনার প্রধান সুখদেব সিংহ গোগামেদী একযোগে জানিয়ে দিয়েছেন, ‘পদ্মাবৎ’ নিয়ে তাঁদের অবস্থান বদলাচ্ছে না। গোগামেদী বলেছেন, ‘আমি মুম্বই শাখাকে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিইনি। আমাদের প্রতিবাদ চলবে। সোশ্যাল মিডিয়ায় যে চিঠি ছড়িয়ে পড়েছে এবং এর মাধ্যমে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, সেটা আসল নয়। সেই চিঠিতে যাদের নাম ও সই দেখা যাচ্ছে, তাদের সবাইকে আমি বহিষ্কার করেছি।’
কলভি বলেছেন, ‘এই ছবি নিয়ে আমাদের দু’টি বিষয়ে আপত্তি ছিল। একটি হল বিশ্বাসে আঘাত এবং অপরটি ইতিহাস। পরিচালক রাজপুত সম্প্রদায়ের মানুষের বিশ্বাসের কথা মাথায় রেখে ছবিটিতে কিছু বদল করেছেন। কিন্তু ছবিটিতে ইতিহাসের বিকৃতি এখনও রয়ে গিয়েছে। তাই আমাদের প্রতিবাদ থামছে না।’
বনশালীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হওয়ায় সোমবার জোধপুরে হাইকোর্টের এক বিচারপতির জন্য পদ্মাবতের বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। তাতে অবশ্য আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছেন কলভি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement