এক্সপ্লোর
পুলওয়ামা হামলা: ৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তানিদের চলে যেতে বলল বিকানের জেলা প্রশাসন

বিকানের (রাজস্থান): পুলওয়ামা সন্ত্রাসের পর আইন-শৃঙ্খলা ইস্যুর উল্লেখ করে নানা সূত্রে আসা পাকিস্তানিদের ৪৮ ঘন্টার মধ্যে বিকানের ছেড়ে চলে যেতে বলল জেলা প্রশাসন। সোমবার বিকানেরের ডিস্ট্রিক্ট কালেক্টর কুমার পাল গৌতম পাক নাগরিকদের চলে যাওয়ার নির্দেশ দেন। পাকিস্তানের আশ্রয় ও মদতপু্ষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী জয়েশ-ই-মহম্মদের ঘটানো পুলওয়ামা নাশকতায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর তাঁরা বিকানেরে থাকলে আইনশৃঙ্খলার সমস্যা হওয়ার আশঙ্কাতেই পাকিস্তানিদের চলে যেতে বলা হয়। ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারার আওতায় নিষেধাজ্ঞামূলক আদেশও জারি করেন ডিস্ট্রিক্ট কালেক্টর। বিকানেরের হোটেল মালিকদের, সেখানকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালকদেরও পাকিস্তানিদের থাকতে দিতে নিষেধ করা হয়েছে। ডিস্ট্রিক্ট কালেক্টরের এই নির্দেশ দু মাস বহাল থাকবে। বিকানের জেলায় পাকিস্তানি সিম কার্ডের ব্যবহারও নিষিদ্ধ করেছে প্রশাসন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















