এক্সপ্লোর
Advertisement
কাশ্মীর সমস্যার রাজনৈতিক সমাধান চাই, নইলে পুলওয়ামার মতো ঘটনা ঘটবেই, বললেন ফারুক, রাজনীতি করছে সন্ত্রাস নিয়ে! বিজেপিকে তোপ ওমরের
জম্মু: পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার জেরে দেশের নানা জায়গায় পড়াশোনার জন্য যাওয়া কাশ্মীরী ছাত্রদের হেনস্থা, হয়রানির অভিযোগে গভীর উদ্বেগ জানিয়ে ফারুক আবদুল্লা বললেন, সেদিনের জঙ্গি হামলায় কাশ্মীরের সাধারণ মানুষের কোনও ভূমিকা ছিল না। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর বৃহস্পতিবারের সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার জন্য তাঁরা দায়ী নন। কিন্তু কাশ্মীর সমস্যার রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত এ জাতীয় ঘটনা ঘটতে থাকবে।
জম্মুতে আটকে পড়া একদল কাশ্মীরী সেখানে কার্ফুর জেরে এলাকার মসজিদে আশ্রয় নিয়েছেন। তাঁদের সামনে ন্যাশনাল কনফারেন্স সভাপতি পুলওয়ামা হামলার পর নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের পৌরহিত্যে অনুষ্ঠিত সর্বদল বৈঠকের প্রসঙ্গ তুলে বলেন, সেখানে আমি বলেছি, এটা আমাদের ভুল নয়, আপনাদের, কেননা আপনারা আমাদের আশাআকাঙ্খা পূরণ করেননি। আমাদের ঘরের ছেলেদের টার্গেট করে আমাদের সমস্যা জটিল করে তোলা হচ্ছে। আমরা একটা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে রয়েছি। যা ঘটেছে, সেজন্য আমরা দায়ী নই কারণ এইসব গোষ্ঠীর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। এ ধরনের হামলা চলতেই থাকবে, কমবে না কাশ্মীর ইস্যুর রাজনৈতিক সমাধান হওয়া পর্যন্ত। দয়া করে আমাদের মারবেন না। সন্ত্রাসবাদী হামলায় আমাদের কোনও হাত নেই, আমরা সন্ত্রাসবাদে যুক্ত নই। আমরা সম্মানের সঙ্গে বাঁচতে, পড়াশোনা করে দুমুঠো অন্ন সংস্থান করতে চাই, প্রাসাদ গড়তে চাই না।
The BJP & their pet channels shouldn’t play victim now when the opposition does its political duty by highlighting the failures of the government. It’s the BJP that has politicised the Pulwama attack & is using it to attack opposition parties. #Shame https://t.co/D88W17zl7x
— Omar Abdullah (@OmarAbdullah) February 17, 2019
পাশাপাশি ফারুক-পুত্র ওমর আবদুল্লার অভিযোগ, বিজেপি পুলওয়ামার হামলাকে রাজনৈতিক রং দিচ্ছে, তাকে বিরোধী দলগুলির বিরুদ্ধে প্রচারে ব্যবহার করছে। গতকালই অসমে বিজেপি সভাপতি অমিত শাহ এক জনসভায় বলেন, সিআরপিএফ জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না কারণ কেন্দ্রে কংগ্রেস সরকার নয়, বিজেপি সরকার ক্ষমতায় আছে। এরই প্রতিক্রিয়ায় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর ট্যুইট করেছেন, বিরোধীরা সরকারের ব্যর্থতা তুলে ধরে রাজনৈতিক কর্তব্যই পালন করছে। বিজেপি ও তার অনুগামীদের নিজেদের ক্ষতিগ্রস্ত বলে দেখানো উচিত নয়। পুলওয়ামা হামলা নিয়ে রাজনীতি করছে, বিরোধীদের বিরুদ্ধে তাকে প্রচারে কাজে লাগাচ্ছে বিজেপিই। শেম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
জেলার
Advertisement