১,৭১৪ কোটি টাকা ব্যয়ে প্রিসিসন বম্ব, বারাক ক্ষেপণাস্ত্র কিনছে ভারত
নয়াদিল্লি: ভারতীয় সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রিসিসন বম্ব ও বারাক ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে সবুজ সঙ্কেত দিল কেন্দ্র।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনার জন্য ২৪০টি রুশ-নির্মিত প্রিসিসন গাইডেড বম্ব এবং নৌবাহিনীর জন্য ১৩১টি ইজরায়েলে তৈরি বারাক ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাবকে অনুমোদন দেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। এর জন্য খরচ হবে প্রায় ১,৭১৪ কোটি টাকা।
জানা গিয়েছে, বায়ুসেনার জন্য অনুমোদিত প্রিসিসন গাইডেড মিউনিশন তৈরি করেছে রাশিয়ার জেএসসি রোসনবোরন এক্সপোর্টস। এটি কিনতে খরচ হবে ১,২৫৪ কোটি টাকা। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, বায়ুসেনায় এই বিশেষ ধরনের বম্বের ঘাটতি রয়েছে। নতুন বরাতের ফলে, বায়ুসেনার আক্রমণের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে।
অন্যদিকে, ইজরায়েলের রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম থেকে ৪৬০ কোটি টাকা ব্যয়ে ১৩১টি বারাক মিসাইল ও তার সহযোগী সরঞ্জাম কিনছে ভারত। বারাক হল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র(স্যাম)। মূলত, এগুলিকে জাহাজের ওপর মোতায়েন করবে নৌসেনা। শত্রুর বিমান ও জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করাই লক্ষ্য নৌবাহিনীর।