এক্সপ্লোর
Advertisement
রায়বরেলির ক্ষুধার্ত ভিখিরি কিনা কোটিপতি ব্যবসায়ী!
নয়াদিল্লি: গত ১৩ ডিসেম্বর উত্তরপ্রদেশের রায়বরেলির রালপুরের অঙ্গরুম স্কুলের মহারাজ ভাস্কর স্বরূপজী এক অসহায় বৃদ্ধকে দেখতে পান।। স্কুল চত্বরে একমুঠো খাদ্যের জন্য ওই বৃদ্ধকে ঘোরাফেরা করতে দেখে দয়াপরশত স্বামীজী তাঁকে খাওয়ান। এরপর ওই বৃদ্ধের উস্কোখুস্কো, জট পড়ে যাওয়া চুল কাটিয়ে তাঁর স্নানের বন্দোবস্ত করেন। বৃদ্ধকে স্নান করাতে নিয়ে গিয়ে স্বামী ভাস্করের সহকারিরা যা দেখলেন তাতে তাঁদের চক্ষু চড়কগাছ! বৃদ্ধের মলিন পোশাকের ভেতর থেকে বেরোল একটা আধার কার্ড এক প্রায় এক কোটি টাকার ফিক্সড ডিপোজিটের নথিপত্র। যে সেফটি ডিপোজিট কি তাঁর কাছ থেকে পাওয়া যায়, তাতে ১,০৬,৯২,৭৩১ টাকার ফিক্সড ডিপোজিটের কাগজপত্র।
এরপর আধার কার্ডের সূত্র ধরেই ওই বৃদ্ধর পরিচয় জানার চেষ্টা করেন স্বামী ভাস্কর। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন যে, ওই বৃদ্ধ আসলে তালিলনাড়ুর এক ধনী পরিবারের সদস্য।
প্রাপ্ত নথিপত্রের সূত্র ধরেই স্বামী ভাস্কর বৃদ্ধর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তামিলনাড়ুর তিরুনেলভেলি শহর থেকে রালপুরে এসে ওই বৃদ্ধকে নিয়ে যান তাঁর মেয়ে। বাবাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার আগে স্বামী ভাস্কর ও আশ্রমের সমস্ত কর্মীদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ওই বৃদ্ধের মেয়ে গীতা।
গীতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাস ছয়েক আগে ট্রেন যাত্রার সময় তাঁর বাবা নিখোঁজ হয়ে যান। গীতার দাবি, তাঁর বাবাকে সম্ভবত জোর করে মাদক খাইয়ে দেওয়া হয়েছিল। এরফলেই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন তিনি। সেজন্য বাড়িতেও ফিরতে পারেননি।
তাঁর বাবার যত্ন নেওয়া এবং পরিবারে ফিরিয়ে দেওয়ার জন্য গীতা স্বামী ভাস্কর ও আশ্রমের কর্মীদের প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
জেলার
জেলার
জেলার
Advertisement