এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
মোদী মিথ্যা বলছেন, প্রাক্তন সেনাকর্মীরা এক পদ, এক পেনশন পাচ্ছেন না! দাবি রাহুলের
নয়াদিল্লি: এক পদ, এক পেনশন ইস্যুতে ফের রাস্তায় রাহুল গাঁধী। কংগ্রেস সহ সভাপতি শুক্রবার সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মোদী ‘মিথ্যাচার করছেন’ বলে তোপ দেগে দাবি করেন, প্রাক্তন সেনাকর্মীরা এখন যা পাচ্ছেন, সেটা বর্ধিত পেনসন, এক পদ, এক পেনশন (ওআরওপি) নয়। তিনি বলেছেন, আসলে পেনশন বেড়েছে, আর সেটাকেই এক পদ, এক পেনশন বলে প্রচার করছেন প্রধানমন্ত্রী। উনি মিথ্যা বলা বন্ধ করুন। এক পদ, এক পেনশন দাবি এখনও পূরণ হয়নি। এই ইস্যুতে প্রাক্তন সেনাকর্মী রামকিষেণ গ্রেওয়ালের আত্মহত্যার ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক আবহাওয়ার মধ্যে গত দুদিনে তিনবার রাহুলকে আটক করেছে দিল্লি পুলিশ। রাহুল অবশ্য এতে বিচলিত নন বলে জানান।
আজ আক্রমণাত্মক মেজাজে তিনি বলেন, এক পদ, এক পেনশন অবসর নেওয়া সেনা জওয়ানদের অধিকার। সরকারকে সেই অধিকারের স্বীকৃতি দিতে হবে। কটাক্ষ করে রাহুল এও বলেন, ১৫জন বড় শিল্পপতির ১.১০ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করে দিতে পারে, কিন্তু চাষি, জওয়ানদের দেওয়ার জন্য কিছু নেই সরকারের কাছে। এআইসিসি সদর দফতরে ৬০-৭০ জন প্রাক্তন জওয়ানের সঙ্গে কথা বলার পর সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সেনা জওয়ানদের প্রাপ্য মর্যাদা, অধিকার সরকার দেয়নি। দিলে কেন যন্তর মন্তরে গত ৫০৯ দিন ধরে অবস্থান-ধরনায় বসে রয়েছেন তাঁরা? রাহুল জানান, ওঁরা আমায় বলেছেন, অর্থ নয়, এটা সম্মানের প্রশ্ন।
দেশের জন্য জীবন বলিদান দেন যে জওয়ানরা, তাঁদের সরকার ন্যায়বিচার দিচ্ছে না বলে অভিযোগ করেন রাহুল। দাবি করেন, আত্মহত্যার পথে বেছে নেওয়া জওয়ানের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে সরকারকে, তাঁদের প্রতি সরকারের আচরণ গ্রহণযোগ্য নয়। প্রসঙ্গত, রামকিষেণের ছেলে যশবন্ত ক্যামেরার সামনে তাঁকে পুলিশ নিগ্রহ করেছে বলে অভিযোগ করেছেন। সেই প্রেক্ষাপটেই সরকারকে এই তোপ রাহুলের।
উল্লেখ্য, গ্রেওয়ালের আত্মহত্যার পর ওআরওপি ইস্যু নিয়ে ফের চর্চা চলছে জাতীয় রাজনীতিতে। ওআরওপি অনুসারে একই পদে সমান মেয়াদে কাজ করা সব জওয়ানের সমান পেনশন পাওয়ার কথা। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। যেমন গ্রেওয়ালেরই মাসে বাড়তি তিন হাজার টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু তা তিনি পাচ্ছিলেন না বলে অভিযোগ। যদিও সরকারের বক্তব্য, যে ব্যাঙ্ক থেকে তিনি পেনশন পান, তারাই হিসাবে গণ্ডগোল করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement