এক্সপ্লোর
Advertisement
কপ্টার কাণ্ড: উঠল রাহুল গাঁধীর নাম, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি দিল বিজেপি
নয়াদিল্লি: এবার কী কপ্টার কাণ্ডে ফাঁসতে চলেছেন কংগ্রেসের চোখের মণি রাহুল গাঁধী? বিজেপি সাংসদ কিরীট সোমাইয়া রাহুলের বিরুদ্ধে তদন্ত চেয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি লিখেছেন। তাঁর দাবি, অগুস্তা ওয়েস্টল্যান্ড কাণ্ডে দালালিতে অভিযুক্ত গুইডো হাসকের সঙ্গে রিয়েল এস্টেট সংস্থা এম্মার এমজিএফ-এর সম্পর্ক খতিয়ে দেখা হোক। এই গুইডো হাসকে ২০০৯ সালে এম্মার এমজিএফের বোর্ডে ছিল। হাসকে-কে নিয়োগের কিছুদিন আগেই চপার কাণ্ডের আর এক অভিযুক্ত দিল্লির আইনজীবী গৌতম খৈতানও নিযুক্ত হয় অ্যাডিশনাল ডিরেক্টর পদে। কিরীটের বক্তব্য, এম্মার এমজিএফ সংস্থাটি তৈরি করে রাহুল গাঁধীর পরামর্শদাতা কনিষ্ক সিংহের পরিবার। তাই সিবিআই ও ইডি-র উচিত রাহুলের পরামর্শদাতা কনিষ্কের সঙ্গে অগুস্তা কাণ্ডের দালালদের সম্পর্ক খতিয়ে দেখা। সেইসঙ্গে দেখা উচিত এই ঘটনায় রাহুলের কোনওভাবে যোগ রয়েছে কিনা। কংগ্রেস অবশ্য জোর গলায় যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। এম্মার এমজিএফ ও অগুস্তা কাণ্ডের মধ্যে যোগসূত্র খোঁজার বৃথা চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement