এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
সোশ্যাল মিডিয়ায় বার্তা পেয়ে ট্রেনেই পাঁচ মাসের শিশুর জন্য দুধ পৌঁছে দিল রেল
মুম্বই: বর্তমান সরকারের মন্ত্রীরা সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় বলেই পরিচিত। শুধু লোকজনের সঙ্গে মত বিনিময়ই নয়, সংকটের সময়ও তাঁর সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। ইতিমধ্যেই বহুবারই সংকটে বা সমস্যায় পড়া লোকজনের সাহায্যার্থে এগিয়ে এসেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
শুধু স্বরাজই নয়, আর এক জন মন্ত্রীও বিভিন্ন সময়ে অনেকের সাহায্যে এগিয়ে এসে নেটিজেনদের মন জয় করেছেন। তিনি হলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। সম্প্রতি ট্রেন যাত্রার সময় পাঁচ মাসের এক শিশুর খাওয়ার দুধ না থাকায় সমস্যায় পড়েন তার বাবা-মা। ট্যুইটারের মাধ্যমে সমস্যার কথা জেনে সঙ্গে সঙ্গেই সাহায্যের হাত বাড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ।
কোঙ্কন রেলওয়ের হাপ্পা এক্সপ্রেসে সন্তানকে নিয়ে সওয়ারি হয়েছিলেন বাবা-মা। ট্রেনে উঠে খেয়াল হয়, সন্তানের দুধ নিয়ে আসা হয়নি। পরের স্টেশনও অনেকটা দূরে। ফলে তাঁরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন। সাহায্যে এগিয়ে আসেন এক সহযাত্রী স্নেহা ভাপট। তাঁর এক বন্ধু অনাঘা নিকম শিশুটির ছবি অনলাইনে শেয়ার করে সাহায্য চান।
This baby needs milk, baby traveling with her parents in @KonkanRailway ,'s Happa express , please contact Sneha Bapat traveling with them pic.twitter.com/ktkJq3VwFB
— Anagha Nikam- Magdum (@meanagha) March 12, 2017
সঙ্গে সঙ্গে এর জবাব দেয় কোঙ্কন রেলওয়ে। তারা পিএনআর নম্বর জানতে চায়। ওই নম্বর পাওয়ার পরই কর্তৃপক্ষ জানিয়ে দেয়, দুধের ব্যবস্থা করা হয়েছে। কোলাড স্টেশনে নেমে দুধ সংগ্রহ করতে বলা হয় শিশুটির বাবা-মাকে।
Kartiki is so lucky, she got milk in running Happa express, Thank you @KonkanRailway @sureshpprabhu pic.twitter.com/YC1x1BM77L — Anagha Nikam- Magdum (@meanagha) March 12, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement