এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরে বিক্ষোভ সামলাতে পেলেট গানের বদলে লঙ্কার গুঁড়ো ভর্তি গ্রেনেড ব্যবহারে ছাড়পত্র কেন্দ্রের
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে পেলেট গানের বিকল্প হিসাবে লঙ্কার গুঁড়ো ভরা গ্রেনেড ব্যবহারের পরিকল্পনায় ছাড়পত্র দিলেন রাজনাথ সিংহ।
আগামীকালই অশান্ত কাশ্মীরে যাচ্ছে রাজনাথের নের্তৃত্বে সর্বদলীয় প্রতিনিধিদল। সরকারি সূত্রের খবর, তার আগে আজ পেলেট গানের বদলে ওই বিশেষ গ্রেনেড কাজে লাগানোর ফাইলে সই করেন, যার পোশাকী নাম পেলারগনিক অ্যাসিড ভ্যানিলিল অ্যামাইড (পাভা) বা নোনিভামাইড। কালই এর প্রায় এক হাজার শেল কাশ্মীরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে সূত্রটি।
২৪-২৫ আগস্ট কাশ্মীর সফরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পেলেট গানের বিকল্প হাতিয়ার শীঘ্রই নিরাপত্তাবাহিনীর হাতে দেওয়া হবে বলে জানিয়ে এসেছিলেন।
যদিও কাশ্মীরীরা বিক্ষোভ মোকাবিলায় পেলেট গানের প্রয়োগে তীব্র আপত্তি জানিয়েছেন, কিন্তু এর ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে না। একমাত্র বিরলের মধ্যে বিরলতম ক্ষেত্রে এর ব্যবহার হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। গত ৮ জুলাই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর অশান্ত হয়ে ওঠা কাশ্মীরে পেলেট গানের ব্যবহার বিতর্কের ঝড় তুলেছে। ছররা বন্দুকের গুলির ঘায়ে বহু যুবক দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে অভিযোগ ওঠে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব টি ভি এস এন প্রসাদের নেতৃত্বাধীন সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটি বিক্ষোভ মোকাবিলায় লঙ্কার গুঁড়ো মেশানো গ্রেনেড ব্যবহারের সুপারিশ করে। এই শেল পেলেট গানের থেকে কম ক্ষতিকর, তা নিশানায় থাকা বিক্ষোভকারীদের সাময়িক হতবাক, বিমূঢ় করে দেয় বটে, তবে তার বেশি কিছু হয় না।
‘পাভা শেল’ নিয়ে লখনউয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টক্সিকোলজি রিসার্চ সংস্থায় এক বছরের বেশি পরীক্ষা নিরীক্ষা করে এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই এর ব্যবহারে সবুজ সঙ্কেত দেওয়া হল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement