এক্সপ্লোর
Advertisement
এএন-৩২ বিমান: নিখোঁজদের ফিরে আসার প্রার্থনায় জম্মু-কাশ্মীরের ছোট্ট জনপদ
রামবন (জম্মু ও কাশ্মীর): বায়ুসেনার নিখোঁজ এএন-৩২ বিমানের যাত্রীদের জন্য প্রার্থনায় জম্মু ও কাশ্মীরের রামবন।
সংবাদসংস্থা সূত্রে খবর, বিমানের ২৯ জন সওয়ারির মধ্যে রয়েছেন স্থানীয় ছেলে প্রীতম চাঁদ। তিনি বায়ুসেনার এয়ারম্যান পদে কর্মরত। উধাও হয়ে যাওয়া বিমানের মধ্যে তাঁর নাম প্রকাশ পাওয়ার পরই উদ্বেগে নিখোঁজের পরিবার সহ তাঁর গোটা এলাকা।
স্থানীয় পাপরিয়া পঞ্চায়েতের প্রধান উত্তম সিংহ বলেন, আমরা সকলেই আমাদের ঘরের ছেলে এবং অন্যান্য যাত্রীদের সুরক্ষা নিয়ে চিন্তিত। আমরা চাই, সকলেই যেন সুস্থভাবে ফিরে আসেন। তিনি জানান, রামবনের ডেপুটি কমিশনারের সঙ্গে দেখা করার জন্য তাঁরা একটি প্রতিনিধিদল পাঠাবেন। বিমানের যাত্রীদের উদ্ধারের বিষয়ে তাঁরা প্রশাসন ও প্রতিরক্ষামন্ত্রকের সাহায্য চাইবেন।
পঞ্চায়েত প্রধান জানান, জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে থাকায় প্রীতমের নিখোঁজ হওয়ার পর থেকে কোনও অগ্রগতির খবর পাননি তাঁর পরিবারের সদস্যরা। ফলে, সকলেই উদ্বেগে দিন কাটাচ্ছেন। উদ্বেগে রয়েছে গোটা কর্ম পাপড়িয়া জনপদ, যেখানে ২৪-বছরের প্রীতমের পরিবার বসবাস করে।
জানা গিয়েছে, প্রীতমের বাড়িতে রয়েছে তাঁর বাবা হংসরাজ, মা দ্বারিকো দেবী। দুজনে এখনও বিশ্বাস করেন, তাঁদের ছোট ছেলে সুস্থভাবেই ঘরে ফিরে আসবে। যত সময় যাচ্ছে, তাঁদের উদ্বেগও বাড়ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement