এক্সপ্লোর
Advertisement
মণিপুরের গ্রামে মিলল লুপ্তপ্রায় বুনো কমলালেবু
ইম্ফল: নাম ইন্ডিয়ান ওয়াইল্ড অরেঞ্জ। বিশ্বের যাবতীয় কমলালেবু নাকি এই কমলা থেকেই এসেছে। সব থেকে দুষ্প্রাপ্য এই কমলালেবু দ্রুত মিলিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। শুধু মেঘালয়ের গারো পাহাড়ের নোকরেক বায়োস্ফিয়ার রিজার্ভে এখনও পাওয়া যায় এই বুনো কমলালেবু।
রহস্যময় এই বুনো কমলার সুবাসই এবার মিলল মণিপুরের তামেংলং জেলায়। স্থানীয় কয়েকজন গবেষক তামেংলংয়ের দাইলং গ্রামে এই কমলার হদিশ পেয়েছেন। দাইলং গ্রাম অবশ্য জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। মণিপুর বায়োডাইভারসিটি বোর্ড ইতিমধ্যেই ওই গ্রামকে বায়োডাইভারসিটি সাইট বলে ঘোষণা করেছে। ৫ থেকে ১১ মে দাইলংয়ে বৈজ্ঞানিক সন্ধানের জন্য আসে গবেষকদের দলটি। তখনই তারা ইন্ডিয়ান ওয়াইল্ড অরেঞ্জের সন্ধান পায়।
দাইলংয়ের মানুষ এই ফলটিকে জানেন বিউরেংথাই নামে। তাঁরা জানতেনই না, এই বিউরেংথাই তাঁদের গ্রামকে জায়গা করে দেবে খবরের কাগজের পাতায়। গবেষকরা অবশ্য তেমন অবাক নন। দাইলং গ্রামকে জীবন্ত গবেষণাগার বলে চিহ্নিত করেছেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement