এক্সপ্লোর
ভারতে আইফোন ৭, আইফোন ৭ প্লাস রেডের আগাম অর্ডার শুরু

নয়াদিল্লি: ভারতে আইফোন ৭, আইফোন ৭ প্লাস রেডের বিশেষ সংস্করণের আগাম অর্ডার শুরু হল। অ্যাপেলের এই ফোন কেনার জন্য অ্যামাজন ও ইনফিবিম-এ আগাম অর্ডার দেওয়া যাচ্ছে। গত মাসে এই জুটি ফোনের মডেল প্রকাশ করা হয়েছিল। আইফোন ৭, আইফোন ৭ প্লাস রেড- উভয় ফোনেরই ১২৮ জিবি এবং ২৫৬ জিবি- দুটি ভ্যারিয়্যান্ট রয়েছে। ফোনদুটিতে রয়েছে লাল অ্যালুমিনিয়াম ফিনিস। রেড আইফোন ৭-এর ১২৮ জিবি ভ্যারিয়ান্টের আগাম বুকিংয়ে দাম ৭০ হাজার টাকা। ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮০ হাজার টাকা। আইফোন ৭ প্লাস রেডের দুটি ভ্যারিয়েন্টের দাম ৮২ হাজার ও ৯২ হাজার টাকা। আইফোন ৭ প্লাস রেডের দুটি ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই ১০০১ টাকা ডিসকাউন্ট দিচ্ছে ইনফিবিম। আগামী শনিবার থেকেই উভয় মডেলের ফোনের শিপিং শুরু হবে বলে দাবি ইনফিবিমের। অন্যদিকে, অ্যামাজন ইন্ডিয়ার দাবি, আগামী শুক্রবার আইফোন ৭, আইফোন ৭ প্লাস রেড রিলিজ করবে। এই অনলাইন বিক্রয়কারী সংস্থা আইফোন ৭ রেড মডেলের ক্ষেত্রে পুরানো ফোনের এক্সচেঞ্জ অফারে ১৩ হাজার টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















