রাজ্যসভা নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী রাজস্থান, গুজরাতের প্রার্থীরা

জয়পুর ও গাঁধীনগর: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন রাজস্থানের তিন বিজেপি রাজ্যসভা প্রার্থী। ওই তিন প্রার্থী হলেন কিরোরী মীনা, ভূপেন্দর যাদব এবং মদন লাল সাইনি। তাঁদের বিরুদ্ধে কোনও প্রার্থী না থাকায় এদিন মনোনয়নপত্র খতিয়ে দেখার পর জয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার অখিল অরোরা। রাজস্থান বিধানসভায় এই কথা জানান সচিব।
একইভাবে, গুজরাতেও ২ বিজেপি প্রার্থী ও ২ কংগ্রেস প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রূপালা ও আরেক বিজেপি প্রার্থী মনসুখ মান্দাবিয়া এবং কংগ্রেসের নারাণ রাথোয়া ও অমি ইয়াগনিককে এদিন জয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার এ ভি করোভা।
অন্যদিকে, মহারাষ্ট্র থেকেও ৬ প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় প্রবেশ করা একপ্রকার নিশ্চিত। এই রাজ্য থেকে বিজেপির তিনজন প্রার্থী রয়েছে। এছাড়া কংগ্রেস, এনসিপি ও শিবসেনার একজন করে প্রার্থী রয়েছেন।
প্রসঙ্গত, আগামী ২৩ তারিখ হবে রাজ্যসভার নির্বাচন।






















