![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
বিছানা, গদি, টেবিল ফ্যান চেয়ে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন শশীকলার
![বিছানা, গদি, টেবিল ফ্যান চেয়ে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন শশীকলার Sasikala Wants Cot Mattress Table Fan Attached Bathroom In Jail Report বিছানা, গদি, টেবিল ফ্যান চেয়ে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন শশীকলার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/16174743/sasikala-jail.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: জেল কর্তৃপক্ষের কাছে পুনরায় বিছানা, গদি টেবিল ফ্যান ও পৃথক শৌচাগারের আবেদন করলেন ভি কে শশীকলা নটরাজন।
দলের এক নেতা জানিয়েছেন, ভাল পরিষেবা চেয়ে জেল কর্তৃপক্ষের চিঠি দিয়েছেন ৬১ বছরের এআইএডিএমকে নেত্রী। সেখানে শশীকলা জানান, বয়স ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে যেন তাঁর এই আবেদন গ্রহণ করা হয়।
এডিএমকে-র কর্নাটক ইউনিটের সচিব ভি পুগাঝেন্ডি জানিয়েছেন, চিন্নাম্মা দুর্বল হলেও ভাল আছেন। জেলজীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তিনি আরও ভাল পরিষেবার জন্য আবেদন করেছেন। আশা করব, তিনি সেগুলি পাবেন।
এর আগে, বাড়ির খাবার ও মিনারেল ওয়াটারের জন্য আবেদন করেছিলেন শশীকলা। তবে, তা খারিজ করে দেয় জেল কর্তৃপক্ষ। পাশাপাশি খবরে প্রকাশ, বেঙ্গালুরুর জেল থেকে চেন্নাইয়ের জেলে বদলি চেয়েও আবেদন করেছেন শশীকলা।
কর্নাটকের ডিজি (কারা) সত্যনারায়ণ রাও জানান, একজন কয়েদি অন্য জেলে বদলির আবেদন করতেই পারে। তবে, সেই আবেদন একমাত্র স্বাস্থ্য ও মানবিকতার খাতিরে অনুমোদন করতে পারেন সংশ্লিষ্ট জেল সুপার।
প্রসঙ্গত, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় শশীকলা সহ তিনজনকে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায়ে নেত্রীর চার বছরের সশ্রম কারাদণ্ড হয়। মুখ্যমন্ত্রিত্বের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা-ঘনিষ্ঠ শশীকলার স্থান হয় বেঙ্গালুরুর পরাপ্পন আগরাহরা জেলে। গত এক সপ্তাহ ধরে সেখানেই কয়েদি নম্বর ৯৪৩৫ হিসেবে রয়েছেন শশীকলা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)