এক্সপ্লোর
Advertisement
হাথরাস, বলরামপুর: কিছু বলুন, ঠিক কথাটা! শাহরুখের গাঁধী জয়ন্তীর পোস্ট নিয়ে প্রতিক্রিয়া বলিউড অভিনেত্রীর
শাহরুখ এখনও কোনও মন্তব্য না করলেও ইতিমধ্যেই প্রিয়ঙ্কা চোপড়া, ফারহান আখতার, অনুষ্কা শর্মা, কৃতী শ্যানন সহ বলিউডের অনেকেই হাথরাস, বলরামপুরে মহিলা নিগ্রহের তীব্র নিন্দা করেছেন।
মুম্বই: শাহরুখ খান কেন চুপ করে রয়েছেন হাথরাস, বলরামপুরের লজ্জাজনক গণধর্ষণকাণ্ডের পরও, ঘুরিয়ে প্রশ্ন তুললেন অভিনেত্রী সায়নী গুপ্তা। শাহরুখের গাঁধী জয়ন্তী উপলক্ষ্য়ে সোস্যাল মিডিয়ায় ছাড়া পোস্টের প্রতিক্রিয়ায় ২০১২-য় ‘সেকেন্ড ম্যারেজ ডট’-এ ফিচার ফিল্মে আত্মপ্রকাশের পর ‘ফ্যান’, ‘জলি এলএলবি টু’, ‘আর্টিকল ফিফটিন’ সমেত একাধিক ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করা সায়নী শাহরুখের পোস্ট উদ্ধৃত করে লিখেছেন, কিছু বলুন। সত্যি কথাটা। গাঁধীও সত্যের জন্য, শোষিত, প্রান্তিক, নীচুতলার মানুষ, শোষিত, আমাদের দলিত ভাই বোনদের স্বার্থে মুখ খোলার শিক্ষা দিয়েছেন আমাদের। চোখ-মুখ বন্ধ করে রাখবেন না!@iamsrk
Say something. The Right thing. Gandhi also taught us to speak up for the Truth, the downtrodden, the exploited, for our Dalit brothers and sisters. Don't just shut your ears and eyes and mouths. @iamsrk https://t.co/IChzz2k5n0
— Sayani Gupta (@sayanigupta) October 2, 2020
২ অক্টোবর মহাত্মা গাঁধীর জন্মবার্ষিকী স্মরণে নিজের ট্যুইটে শাহরুখ মহাত্মার হনুমানের বেশে নিজের তিন সন্তানের ছবি দিয়ে লেখেন, এই গাঁধী জয়ন্তীতে আমরা একটি আদর্শ আমাদের সন্তানরা অনুসরণ করুক, চাইব, তবে সেটা হল, সুসময়ে, দুঃসময়ে এবং সব সময়ে খারাপ কথা শুনবে না, খারাপ কিছু দেখো না, খারাপ কিছু বোলোনা। গাঁধীজীর ১৫১-তম জন্মবার্ষিকীতে সত্যের মূল্যকে স্মরণ করছি।
শাহরুখ এখনও কোনও মন্তব্য না করলেও ইতিমধ্যেই প্রিয়ঙ্কা চোপড়া, ফারহান আখতার, অনুষ্কা শর্মা, কৃতী শ্যানন সহ বলিউডের অনেকেই হাথরাস, বলরামপুরে মহিলা নিগ্রহের তীব্র নিন্দা করেছেন।
সমাজে মেয়েদের যে চোখে দেখা হয়, সেই প্রেক্ষাপটে সম্প্রতি পুত্রসন্তান হওয়াকে সৌভাগ্য মনে করা ও লিঙ্গ অসাম্য নিয়ে ইনস্টাগ্রামে জোরালো বক্তব্য পেশ করেছেন একটি পোস্টে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement