সরকারি প্রকল্পে আধার বাধ্যতামূলক: কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে আর্জি শুনবে সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: আগামী বুধবার বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা পেতে আধার কার্ড বাধ্যতামূলক করা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তর বিরুদ্ধে একাধিক আবেদন শুনবে সুপ্রিম কোর্ট।
সম্প্রতি আধার মামলাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে শীর্ষ আদালতে তার দ্রুত শুনানির জন্য আবেদন করেছিলেন সিনিয়র আইনজীবী শ্যাম দিবান। প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ তাতে সম্মতি দিয়েছে। প্রসঙ্গত, এই বেঞ্চই বর্তমানে তিন তালাক সংক্রান্ত মামলা শুনছে।
আধার-সংক্রান্ত একাধিক মামলার শুনানি একসঙ্গে চলবে। এর মধ্যে অন্যতম মামলাকারী তথা শিশু অধিকার রক্ষার জাতীয় কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন শান্তা সিনহার কৌঁসুলি শ্যাম দিবানের দাবি, সর্বোচ্চ আদালত আধারকে বাধ্যতামূলক না করার নির্দেশ দিয়েছে। তা সত্ত্বেও স্কলারশিপ, খাদ্যের অধিকার, মিড-ডে মিল সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা নেওয়ার ক্ষেত্রে নির্দেশিকার মাধ্যমে আধারকে বাধ্যতামূলক করছে কেন্দ্র।
এই প্রেক্ষিতে তিনি দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে আধার মামলার শুনানির আবেদন করেন। কিন্তু, সরকারি কৌঁসুলি সলিসিটর জেনারেল রঞ্জিত কুমার জানান, আধার নিয়ে এর আগে, যে অন্তর্বর্তী রায় দিয়েছে শীর্ষ আদালত, তা পাঁচ সদস্যের বেঞ্চ দিয়েছে। ফলে, দুই সদস্যের বেঞ্চে মামলার শুনানি সম্ভব নয়। তিনি এ-ও জানান, সুপ্রিম কোর্টের রায়ের পরে কেন্দ্র আধার সংক্রান্ত নতুন আইন প্রণয়ন করেছে।
প্রসঙ্গত, এর আগে সুপ্রিম কোর্ট এক অন্তর্বর্তী রায়ে কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল আধারকে বাধ্যতামূলক না করে ঐচ্ছিক করতে। এই প্রেক্ষিতে রান্নার গ্যাস ভর্তুকি, জনধন অ্যাকাউন্ট এবং রেশন ব্যবস্থায় ভর্তুকি ও সুযোগ-সুবিধার জন্য জনগণের থেকে আধার চাইতে পারে সরকার। যদিও, যা বাধ্যতামূলক হিসেবে চাপিয়ে দেওয়া যাবে না।
সুপ্রিম কোর্ট সেইসময় এ-ও জানিয়েছিল, আধার সংক্রান্ত মামলা শুনবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। যদিও সেই সাংবিধানিক বেঞ্চের গঠন এখনও না হওয়ায় তিন তালাক নিয়ে মামলা শোনার জন্য গঠিত সাংবিধানিক বেঞ্চই শুনবে আধার মামলাও।