এক্সপ্লোর
Advertisement
কুম্ভে স্নানে যেতে দিচ্ছে না পুলিশ, অনশনে প্রজ্ঞা
ভোপাল: ২০০৮-এর মালেগাঁও বিস্ফোরণ মামলা থেকে সবে রেহাই পেয়েছেন। জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়েছে। ইচ্ছা ছিল, শিপ্রা নদীতে স্নান করবেন। দেওয়াস জেলার আদালত থেকে অনুমতিও পেয়েছিলেন। কিন্তু সিংহস্ত মেলায় গিয়ে স্নান করতে যেতে দিচ্ছে না পুলিশ। এই অভিযোগ তুলে অনশনে বসলেন স্বাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর। তাঁর সঙ্গী ভগবান ঝা সাংবাদিকদের জানিয়েছেন, সকাল ৯টায় পন্ডিত খুশিলাল শর্মা আয়ুর্বেদিক হাসপাতালে অনশন শুরু করেন প্রজ্ঞা। সেখানেই তাঁর চিকিত্সা চলছে। খাবার, জল মুখে তুলছেন না তিনি।
ঝা-য়ের দাবি, গত ৪ মে-ই প্রজ্ঞাকে সিংহস্ত মেলায় গিয়ে স্নানের অনুমতি দিয়েছিল আদালত। কিন্তু এখন পর্যাপ্ত নিরাপত্তাকর্মী না থাকার অজুহাত তুলে প্রজ্ঞাকে সেখানে যেতেই দিচ্ছে না পুলিশ। ২১ –মের মধ্যে তাঁকে সেখানে যেতে দেওয়া না হলে তিনি আত্মঘাতী হবেন, প্রজ্ঞা এমন হুমকি দিয়েছেন বলেও জানান ঝা।
প্রসঙ্গত, গত শুক্রবার স্বাধ্বী ও আরও ৫ জনের বিরুদ্ধে মালেগাঁও বিস্ফোরণে জড়িত থাকার যাবতীয় অভিযোগ তুলে নেয় এনআইএ। পাশাপাশি লেফটেন্যান্ট কর্নেল পুরোহিত সহ ১০ জনের বিরুদ্ধে কঠোর মকোকা আইনে দায়ের করা সব অভিযোগও প্রত্যাহার করে নেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement