এক্সপ্লোর
Advertisement
আইআইটির লেকচার শুনতে চান? আপনার আকাঙ্খা শিগগিরই পূর্ণ হওয়ার পথে
নয়াদিল্লি: বসার ঘরে টিভি চালিয়েই এবার থেকে দেখতে পারবেন আইআইটি সহ দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে কীভাবে ক্লাস চলছে। এ জন্য ৩২টি ডিরেক্ট টু হোম চ্যানেল চালু করতে চলেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এগুলির মাধ্যমে ঘরে বসেই আইআইটির লেকচার শুনতে পারবেন আপনি।
এই প্রকল্পের জন্য জিস্যাট সিরিজে দুটি ট্রান্সপন্ডার বরাদ্দ করতে রাজি হয়েছে মহাকাশ বিষয়ক দফতর। চ্যানেলগুলিতে ক্লাস সম্প্রচারের জন্য বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও হয়েছে।
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, মহাকাশ বিষয়ক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের শিক্ষাকে সাধারণ মানুষের আয়ত্ত্বে এনে দিতে চায়। এই ৩২টি ডিটিএইচ চ্যানেলের মাধ্যমে দেশের ১০টি সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস লাইভ সম্প্রচার করা হবে। এই প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে চেন্নাই, দিল্লি, বম্বে, খড়গপুর, কানপুর ও গুয়াহাটি আইআইটি। এছাড়া আরও ১২টিরও বেশি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস সম্প্রচার করার ব্যাপারেও চূড়ান্ত কথাবার্তা চলছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই চ্যানেলগুলি যাতে সম্প্রচারিত হয় তার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র।
দূরদর্শনের ফ্রিডিশ ডিটিএইচ প্ল্যাটফর্মে বিনা মূল্যে দেখা যাবে এই চ্যানেলগুলি। সেট টপ বক্স লাগিয়ে সহজেই এগুলি দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। সম্ভবত অগাস্ট থেকেই এগুলি সম্প্রচার শুরু হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিজ্ঞান
জেলার
Advertisement