বিধানসভা নির্বাচন: ভোট-প্রতিশ্রুতির ছড়াছড়ি গুজরাত সরকারের

আমদাবাদ: শিয়রে বিধানসভা নির্বাচন। তাই বিজেপি-শাসিত গুজরাত প্রশাসনের মুখে এখন প্রতিশ্রুতির বন্যা। কৃষক থেকে স্বাস্থ্যকর্মী—সকলের জন্য কিছু না কিছু ঘোষণা করছে গুজরাত সরকার।
মঙ্গলবার, রাজ্যের অনুমোদিত সামাজিক স্বাস্থ্যকর্মীদের (আশা) ভাতা ৫০ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করেছে গুজরাত প্রশাসন। গ্রাম-স্তরের এই মহিলারা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পকে কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।
এদিন ঘোষণা করতে গিয়ে গুজরাতের উপ-মুখ্যমন্ত্রী নিতিন পটেল দাবি করেন, এর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ করা প্রায় ৪০ হাজার মহিলা স্বাস্থ্যকর্মী উপকৃত হবেন। প্রসঙ্গত, ভাতাবৃদ্ধি ও বিভিন্ন সুবিধার দাবি নিয়ে বেশ কিছুদিন ধরেই আশা-কর্মীরা আন্দোলন চালাচ্ছিলেন।
বর্তমানে প্রত্যেক আশা-কর্মী মাসে ২,৫০০ টাকা ভাতা পেয়ে থাকেন। সম্প্রতি, মধ্য গুজরাতের সফরে কয়েকজন আশা-কর্মীদের সঙ্গে দেখা করেন রাহুল গাঁধী। এই ইস্যুকে হাতিয়ার করে রাজ্যের শাসক দলকে আক্রমণও করেন তিনি।
আশা-কর্মীর পাশাপাশি রাজ্যের কৃষিজীবীদের জন্যও বিভিন্ন সুবিধার ঘোষণা করেনম নিতিন পটেল। তিনি জানান, ড্রিপ ও স্প্রিঙ্কলার চাষের জন্য প্রয়োজন যন্ত্রের কেনার ক্ষেত্রে এতদিন ১৮ শতাংশ জিএসটি ধার্য করা হচ্ছিল। নিতিন জানান, এখন থেকে সেই কর কৃষকদের আর দিতে হবে না। পরিবর্তে, সরকার সেই আর্থিক বোঝা বহন করবে।
এছাড়া, রাজ্য সরকার আর্থিক সহায়তায় গড়ে ওঠা বিভিন্ন প্রকল্প ও স্কলারশিপের সুবিধাপ্রাপ্তির ক্ষেত্রে তফশিলি জাতি, উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণিভুক্তদের বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী বিজয় রুপানির সরকার। এতদিন গ্রামাঞ্চলের ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা ছিল ৪৭ হাজার। তা বাড়িয়ে একলাফে ১.২০ লক্ষ টাকা করা হয়েছে। একইভাবে, শহরাঞ্চলের ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা ৬৮ হাজার থেকে বাড়িয়ে ১.৫০ লক্ষ টাকা করা হয়েছে।
বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে রাজ্যের শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও। যে সকল অনিয়মিত শিক্ষক টানা ১০ বছর ধরে শিক্ষকতা করছেন, তাঁদের নিয়মিত করা হবে বলে জানিয়েছেন নিতিন। সুবিধা দেওয়া হচ্ছে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদেরও। এবার থেকে মহিলাদের ৬০ দিনের সবেতন মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে। এছাড়া, কর্মরত অবস্থায় কোনও কর্মীর মৃত্যু হলে, নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।






















