এক্সপ্লোর
Advertisement
দলিত নন, ভেমুলার আত্মহত্যায় দায় নেই বিশ্ববিদ্যালয়ের: কমিশনের রিপোর্ট পোড়ালেন পড়ুয়ারা
হায়দরাবাদ: রোহিত ভেমুলার আত্মহত্যায় হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায় নেই, এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এ কে রূপানওয়ালের এক সদস্যের বিচারবিভাগীয় কমিশনের এহেন রিপোর্টের কপি পোড়ালেন বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া।
দলিত ছাত্র-গবেষক ভেমুলার আত্মহত্যা গত বছর আলোড়ন ফেলে দিয়েছিল দেশে। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১৬-র ১৭ জানুয়ারি হস্টেলে নিজের ঘরে গলায় দড়ি দেন তিনি।
মানবসম্পদ উন্নয়নমন্ত্রক গঠিত বিচারবিভাগীয় কমিশনের রিপোর্টে বলা হয়েছে, ভেমুলা নানা কারণে অখুশি, মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ভেমুলা দলিত নন বলেও জানানো হয় তাতে।
ভেমুলার অসন্তুষ্ট সহপাঠীদের দাবি, কমিশন 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত, অবৈধ, কুঅভিসন্ধিমূলক রিপোর্ট' দিয়েছে, ভেমুলার আত্মহত্যার তদন্তে নেমে এক্তিয়ারের বাইরে গিয়েছে বলেও রিপোর্টের কপি পুড়িয়ে অভিযোগ করেন তাঁরা।
অম্বেডকর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সংগঠনের তরফে ডোন্থা প্রশান্ত বলেন, বিজেপি, এবিভিপি-কে খুশি করতেই সংশ্লিষ্ট তথ্যপ্রমাণের বিপক্ষে গিয়ে এমন রিপোর্ট দিল কমিশন। ছাত্রদের জমায়েতে ভাষণ দিয়ে কে লক্ষ্মীনারায়ণ নামে এক প্রফেসরও বলেন, প্রাথমিকভাবে ভেমুলার মৃত্যুর প্রেক্ষাপট, পরিস্থিতি খতিয়ে দেখতেই কমিশন গঠন করা হয়েছিল, কিন্তু তারা সে কাজ করেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement