এক্সপ্লোর
Advertisement
আম আদমি পার্টির শুধু সিঙারার বিল কত জানেন? ১ কোটি!
নয়াদিল্লি: নেতারা চা, সিঙারা খেয়েছেন। আর তার বিলটা পাঠিয়ে দিয়েছেন আমার, আপনার কাছে। হ্যাঁ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও তাঁর ৬ সদস্যের মন্ত্রিসভা নাকি গত ১৮ মাসে ১ কোটি টাকার বেশি উড়িয়ে দিয়েছেন স্রেফ চা, সিঙারা খেয়ে। তথ্য জানার অধিকার আইনে দিল্লির মন্ত্রীদের চা, সিঙারার মত জলখাবারের খরচ সম্পর্কে জানতে চান বিবেক গর্গ নামে একজন। ডেপুটি সেক্রেটারি স্তরের এক আমলা যে জবাব দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে, কেজরীবালের বিল সবথেকে বেশি, তিনি চা, জলখাবার খেয়েছেন ৪৭.২৯ লাখ টাকার। সেক্রেটারিয়েট অফিসে এ ব্যাপারে বিল হয়েছে ২২,৪২,৩২০ টাকার আর বাসভবনের অফিসে ২৪,৮৬,৯২১ টাকার।
দু’নম্বরে আছেন মন্ত্রিসভাতেও দু’নম্বর মণীশ শিশোদিয়া। তিনি ১১,২৮,৪২৯ টাকার চা আর সিঙারা খেয়েছেন। ধর্ষণকাণ্ডে আপাতত জেলে থাকা সন্দীপকুমার বিল করেছেন ৯,১১,১৭৯ টাকা। দুর্নীতিতে ফেঁসে যাওয়া গোপাল রাইয়ের বিল ১১,০৬,২৭১ টাকা। পর্যটন মন্ত্রী কপিল মিশ্রের বিল ৬৩০,০৯০ টাকা।
এঁদের মধ্যে চা, সিঙারার সবথেকে কম ভক্ত খাদ্যমন্ত্রী ইমরান হুসেন। মাত্র ৫,৮৯,১২১ টাকার জলখাবার গলাধঃকরণ করে কাজ সেরেছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement