এক্সপ্লোর
ক্লাসে ঘুমন্ত শিক্ষকের ছবি তুলে পুলিশের কাছে বেধড়ক মার খেল তেলঙ্গানার পড়ুয়া

তেলঙ্গানা: স্কুলের ক্লাসে পড়ুয়াদের পড়ানোর বদলে শিক্ষক ঘুমিয়ে পড়েছিলেন। আর এক স্কুল পড়ুয়ার দোষ সে সেই ঘুমন্ত শিক্ষকের ছবি তুলেছিল। তার জেরে ওই পড়ুয়াকে বেধড়ক মার খেতে হল পুলিশের কাছে। জানা গিয়েছে, দশম শ্রেণীর ওই পড়ুয়াকে ভলিবল খেলার একটি পোস্টের সঙ্গে বেঁধে মারাত্মক মারধর করার অভিযোগ উঠেছে দুই পুলিশকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার। সূত্রের তরফে জানানো হয়েছে, গত ২৭ জুলাই দশম শ্রেণীর ওই নাবালক শিক্ষকের ঘুমন্ত অবস্থার ছবি তুলে জেলা শিক্ষা আধিকারিককে পাঠিয়ে দেয়। সেদিনই অভিযুক্ত শিক্ষক কে.রামালুকে সাসপেন্ড করে প্রশাসন। এদিকে পুলিশের দাবি, তারা ওই পড়ুয়াকে ধরে মেরেছে কারণ, সে স্কুলের মধ্যে বসে মদ্যপান করছিল। ছাত্রের দাবি সে মদ্যপান নয়, কোল্ড ড্রিঙ্কস পান করছিল। অন্য এক সূত্রের দাবি, ওই স্কুলের অন্য শিক্ষকরা ছেলেটিকে ফাঁসিয়ে দিয়ে পুলিশ ডেকে বেধড়ক মার খাইয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















