এক্সপ্লোর
গুজরাতের এই মন্ত্রীর এমবিএ ডিগ্রি, হাতির ইংরাজি বানান ভুল লেখেন

আমদাবাদ: শঙ্কর চৌধুরী নামে গুজরাতের এই মন্ত্রীর হাতে অনেকগুলি দফতরের দায়িত্ব। তিনি নগর আবাসন, স্বাস্থ্য, পরিবার কল্যাণ এবং পরিবহণ দফতরের রাষ্ট্রমন্ত্রী। এহেন গুরুত্বপূর্ণ ব্যক্তির দাবি, তিনি এমবিএ ডিগ্রিধারী। অথচ হাতির ইংরাজি বানান নির্ভুলভাবে লিখতে পারেন না এই মন্ত্রী। কয়েকদিন আগে গুজরাতের পটান জেলায় একটি সরকারি স্কুলে গিয়ে বাচ্চাদের ইংরাজি পড়াচ্ছিলেন। ব্ল্যাকবোর্ডে ‘হাতি’ লিখতে গিয়ে তিনি লেখেন ELEPHENT. সেটাই বাচ্চাদের শিখতে বলেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে গুজরাতের মন্ত্রীর এই কীর্তি ভাইরাল হয়ে গিয়েছে। সারা দেশে হাসির খোরাক হয়ে গিয়েছেন এই এমবিএ মন্ত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















