এক্সপ্লোর
Advertisement
স্কিমিং যন্ত্র ব্যবহার করে এটিএম থেকে টাকা চুরির ফন্দি,গোয়া থেকে গ্রেফতার দুই রোমানিয়
পানাজি: এটিএম মেশিনে স্কিমিং যন্ত্র ব্যবহার করে টাকা চুরির ফন্দি। এই ঘটনায় পানাজি থেকে রোমানিয়ার দুই বাসিন্দাকে গ্রেফতার করল গোয়া পুলিশ।
মারাগাও এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম মেশিনের ভেতর তারা স্কিমিং যন্ত্র ইনস্টল করার চেষ্টা করছিল। মাঝরাতে এটিএম মেশিনের ভেতর ওই দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের। সঙ্গে সঙ্গেই তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ওই দুই ব্যক্তির নাম পল ড্যানিয়েল ভাসিল (৩৫) এবং কস্ট্যানসিও ক্যাবু (৪০)। পুলিশকে দেখেই পালানোর চেষ্টা করলে, তাদের ধরে ফেলা হয়।
সামান্য জিজ্ঞাসাবাদের পর দুই বিদেশীকেই গ্রেফতার করে ফাতোরদা থানায় নিয়ে যায় পুলিশ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা শুরু হয়েছে।
স্কিমিং যন্ত্রটি দেখতে অনেকটা একটি এটিএম-এর অংশের মতোই। এটিএম মেশিনের ভেতর সেটা লুকিয়ে রাখা থাকে। এবার কেউ যদি টাকা তুলতে সেই এটিএম-এ ঢোকে, তাহলে ব্যবহারকারীর কার্ড নম্বর এবং পিন কোড সেভ হয়ে যায়। তারপর সেই কপি দিয়েই চোরেরা টাকা তুলে নেয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement