এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
মাল্যকে ফেরত পাঠানোর আইনি সংস্থান নেই, জানাল ব্রিটেন
নয়াদিল্লি: ভারতে ঋণখেলাপি মামলায় অভিযুক্ত বিজয় মাল্যকে ব্রিটেন-ছাড়া করার কোনও আইনি সংস্থান নেই। ভারতের বিদেশমন্ত্রককে জানাল ব্রিটিশ প্রশাসন।খবর ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে। তবে তাঁকে প্রত্যপর্ণ করা সংক্রান্ত অনুরোধ বিবেচনার আশ্বাস দিয়েছে ব্রিটেন। এ সংক্রান্ত জটিলতা কাটাতে আইনি সহায়তার আশ্বাস দিয়েছে ব্রিটিশ সরকার।
উল্লেখ্য, প্রায় ১৫ দিন আগে ভারত মাল্যকে ফেরত (ডিপোর্ট) পাঠানোর জন্য ব্রিটিশ সরকারকে অনুরোধ জানায় ভারত। আর্থিক তছরুপ আইনে তদন্তের স্বার্থে মাল্যকে ভারতে আনার জন্য তাঁর ভারতীয় পাসপোর্ট বাতিল করা হয়। মাল্যর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে।
ভারতের অনুরোধের উত্তরে ব্রিটেন জানিয়েছে, ১৯৭১-র অভিবাসন আইন অনুসারে বৈধ পাসপোর্ট না থাকলেও মাল্যকে ব্রিটেন-ছাড়া করার কোনও সংস্থান নেই।
যদিও ব্রিটেন মাল্যর বিরুদ্ধে অভিযোগের গুরুত্ব স্বীকার করে এ ব্যাপারে ভারতকে সহায়তার আশ্বাস দিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, মাল্যর প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধ বিবেচনার আশ্বাস দিয়েছে ব্রিটেন।
১৯৯৩-র চুক্তি বা ১৯৯২-এ ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (এমএলএটি) অনুসারে প্রত্যর্পণ হতে পারে। যদিও ভারত মাল্যকে দ্রুত নিজেদের হাতে পেতে চাইছে। সেক্ষেত্রে প্রত্যর্পণের মতো দীর্ঘমেয়াদি প্রক্রিয়া নয়, ডিপোর্টেশনের মতো প্রক্রিয়াতেই মাল্যকে ফেরত পেতে চাইছে ভারত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement