এক্সপ্লোর
Advertisement
দলিত মেয়েকে ভালবেসে বিয়ে, উঁচু জাতের ছেলে খুন কানপুরে
কানপুর: উঁচু জাতের এক তরুণ দলিত মেয়েকে ভালবেসে বিয়ে করেছিল। তার চরম পরিণতি হিসেবে মাত্র ১৯ বছর বয়সে ঝরে যেতে হল সনু সিংহ (নাড়ু) নামের সেই তরুণকে। পিলখানা থানা থেকে মাত্র ৫০ কিমি দূরত্বে রবিবার ভোরবেলা ঘটনাটি ঘটেছে। ছেলেটি সিরকি মহলের বাসিন্দা।
পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, মাত্র কয়েক মাস আগে দলিত মেয়েটিকে ভালবেসে বিয়ে করেন ওই তরুণ। কিন্তু এই বিয়ে কোনওভাবেই মেনে নেননি দলিত মহিলার পরিবার। কোতওয়ালি থানার সার্কেল অফিসার অজয় কুমার জানিয়েছেন, সনুকে এসে ঘিরে ধরে পাঁচজনের একটি দল। তারা দুটি বাইকে করে এসেছিল। জানা গিয়েছে, বাইকে চেপে ওই পাঁচজনের মধ্যে এসেছিল তরুণীর কাকা আশিষ সোনকারও। তারা সনুর মাথা লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ যখন ঘটনাস্থলে আসে, তখন রক্তে ভেসে যাচ্ছিল সনুর দেহ। এসপি অনুরাগ আর্যর দাবি, খুব সম্ভবত পরিবারের সম্মানরক্ষার্তেই এই খুন।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মহিলার কাকাই সনুকে খুনের জন্যে ভাড়াটে খুনি লাগিয়েছিল। এই খুনের ঘটনায় প্রধান অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement