এক্সপ্লোর
Advertisement
উরি: দেখা হল না নবজাতকের মুখ, শহিদ আরও এক জখম জওয়ান
নয়াদিল্লি: কথা ছিল দশেরার সময় বাড়ি ফেরার। বাবা হওয়ার পর বাড়ি ফেরা হয়নি। তাই ছুটি নিয়ে সন্তানকে দেখতে আসার কথা ছিল। ছেলে ফেরার প্রতীক্ষায় ছিল ওড়িশার মাঝি পরিবারও। কিন্তু সব ওলটপালট করে দিল গত রবিবারের উরি হামলা। সন্তানের সঙ্গে আর দেখা হল না। চিরদিনের জন্য ছুটিতে চলে গেলেন বিএসএফ জওয়ান পিতাবাস মাঝি(৩০)।
গত রবিবার জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর ওপর জঙ্গি হামলার পর পাল্টা সেনা অভিযানে জখম হন নুয়াপাড়া জেলার কোম্মা ব্লকের দানাঝোলা গ্রামের বাসিন্দা পিতাবাস। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর গতকাল রাতে মৃত্যু হয়েছে তাঁর। এই নিয়ে উরি হামলায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৯।
২০০৮-এ সীমান্তরক্ষী বাহিনীতে যোগ দেন মাঝি। সম্প্রতি বাবা হয়েছেন তিনি। দেখা হয়নি সন্তানের সঙ্গে। কথা ছিল দশেরায় বাড়ি ফিরবেন। শেষ বাড়ি গিয়েছিলেন ২৬ অগস্ট। হাসপাতালের বেডে শুয়ে ২২ তারিখ স্ত্রীকে কথা দিয়েছিলেন শীঘ্রই বাড়ি ফিরবেন। কিন্তু সে কথা আর রাখা হল না মাঝির। এ জীবনে আর বাবার সঙ্গে দেখা হল না তাঁর সন্তানের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement