এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশের বাগপত জেলে কুখ্যাত ডন মুন্না বজরঙ্গীকে গুলি করে খুন, সাসপেন্ড কারাধ্যক্ষ, তদন্তের নির্দেশ আদিত্যনাথের
লখনউ: উত্তরপ্রদেশের বাগপত জেলে গুলি করে খুন করা হল কুখ্যাত ডন মুন্না বজরঙ্গীকে (৫১)। আজ সকালে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মুন্নাকে আজ আদালতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সুনীল রাঠি নামে অপর এক বন্দি তাকে লক্ষ্য করে গুলি চালায়। ১০ বার গুলি করার পর দেহটি একটি নর্দমায় ফেলে দেয় সুনীল।
এই ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘জেলের মধ্যে এই ধরনের ঘটনা অত্যন্ত গুরুতর। কারাধ্যক্ষকে সাসপেন্ড করা এবং বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্তের পর এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ সূত্রের খবর, জেলের নিরাপত্তায় গাফিলতির অভিযোগে উপ-কারাধ্যক্ষকেও সাসপেন্ড করা হয়েছে।
Ordered a judicial inquiry&suspension of the jailor. Such an incident occurring inside jail premises is a serious matter. Will conduct an in-depth investigation&strict action to be taken against those responsible:UP CM on Gangster Munna Bajrangi shot dead at District Jail Baghpat pic.twitter.com/A0yNzUUrgi
— ANI UP (@ANINewsUP) July 9, 2018
এই ডনের স্ত্রী সীমা সিংহ গত ২৯ জুন সাংবাদিক বৈঠকে দাবি করেন, ‘আমি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বলতে চাই, আমার স্বামীর জীবনের ঝুঁকি আছে। তাঁকে ভুয়ো সংঘর্ষে হত্যা করার চক্রান্ত চলছে।’ এর কিছুদিনের মধ্যেই জেলে মুন্না খুন হওয়ায় উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।
#WATCH Seema Singh, wife of Gangster Munna Bajrangi, says, "I want to tell UP CM Adityanath ji that my husband's life is in danger. A conspiracy is being hatched to kill him in a fake encounter." (29.06.18) pic.twitter.com/o2uCuePKJe
— ANI UP (@ANINewsUP) July 9, 2018
মুন্নার আইনজীবী ভি শ্রীবাস্তব বলেছেন, ‘গত রাতে ঝাঁসি থেকে মুন্না বজরঙ্গীকে বাগপত জেলা আদালতে আনা হয়। আজ সকাল সাড়ে ৬টা নাগাদ এক সাজাপ্রাপ্ত বন্দি পিস্তল থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। আমরা কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম, মুন্নার জীবন বিপন্ন।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement