এক্সপ্লোর
Advertisement
উত্তরাখণ্ড বিধানসভায় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে শক্তিপরীক্ষা কিনা, সিদ্ধান্ত শুক্রবার
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে উত্তরাখণ্ড বিধানসভায় শক্তিপরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে শুক্রবার। এই প্রস্তাবের ব্যাপারে মতামত জানানোর জন্য কেন্দ্র আরও দুদিন সময় চেয়েছে। সেই আর্জি মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি শিব কীর্তি সিংহর বেঞ্চ আগামী শুক্রবার এই মামলায় শুনানির পরবর্তী দিন ধার্য করেছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে উত্তরাখণ্ডে চলতি সংকট নিরসনের জন্য বিধানসভায় শক্তিপরীক্ষার প্রস্তাব দিয়েছিল বেঞ্চ। এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি বলেছেন, আদালতের এই প্রস্তাব তিনি সরকারকে জানিয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে কেন্দ্র।
রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর রাজ্যের অপসারিত মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের কৌঁসুলি কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি আদালতকে জানান, সরকার যদি এই প্রস্তাব মেনে নেয়, তাহলে কোনও আপত্তি নেই।
আদালত জানায় যে, অ্যাটর্নি জেনারেল যদি এ ব্যাপারে সরকারের মতামত জানাতে না পারেন তাহলে বিষয়টি নিয়ে শুনানি হবে এবং তা পূর্ণাঙ্গ বিতর্কের জন্য সাংবিধানিক বেঞ্চের কাছে পাঠানোর সম্ভাবনাও খোলা থাকছে।
উল্লেখ্য, উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারির প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হন রাওয়াত। উত্তরাখণ্ড হাইকোর্ট রাষ্ট্রপতি শাসন নাকচ করে দিয়েছিল। সেই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্চ জানায় কেন্দ্র। কেন্দ্রের আর্জির ভিত্তিতে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
খবর
কলকাতা
Advertisement