এক্সপ্লোর
Advertisement
ব্যাপম দুর্নীতিতে চার্জশিট সিবিআই-এর, নাম নেই শিবরাজের
নয়াদিল্লি: ব্যাপম দুর্নীতি নিয়ে আজ চার্জশিট পেশ করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, বাজেয়াপ্ত করা কম্পিউটারের হার্ডডিস্কের ফরেন্সিক পরীক্ষা করে দেখা গিয়েছে, ‘সিএম’ লেখা কোনও ফাইল ছিল না। তাই রাজ্য পুলিশের বিরুদ্ধে ‘সিএম’ সংক্রান্ত তথ্য মুছে দেওয়ার অভিযোগ মিথ্যা। ফলে স্বস্তি পেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।
কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ ও ব্যাপম দুর্নীতি ফাঁস করা প্রশান্ত পাণ্ডের অভিযোগ, অন্যতম অভিযুক্ত নীতীন মহিন্দ্রারর কম্পিউটার থেকে ‘সিএম’ শব্দযুক্ত ফাইল হয় মুছে দেওয়া হয়েছে, অথবা বদলে দেওয়া হয়েছে। তবে সিবিআই আজ এই অভিযোগ অস্বীকার করেছে।
২০১৩ সালের ১৮ জুলাই ইনদওরের পুলিশ নীতীনের কম্পিউটার বাজেয়াপ্ত করে। তদন্তকারীরা বলেন, ১৫ জুলাই, ২০১৩ তারিখে শেষবার এই কম্পিউটার খুলেছিলেন নীতীন। তারপর এটিতে আর কোনও কাজ করা হয়নি। আজ সিবিআই মুখপাত্র অভিষেক দয়াল বলেছেন, ’১৮ জুলাই ২০১৩ ব্যাপমের তৎকালীন প্রিন্সিপ্যাল সিস্টেম অ্যানালিস্টের দফতর থেকে বাজেয়াপ্ত করা হার্ডডিস্ক নষ্ট করা হয়েছে, এই অভিযোগ সত্যি নয়। প্রশান্ত পাণ্ডে দিল্লি হাইকোর্ট ও সিবিআই-কে যে দু’টি পেনড্রাইভে এক্সেল ফাইল দিয়ে হার্ডডিস্ক নষ্ট করার অভিযোগ করেছিলেন, সেই তথ্য মিথ্যা।’
ব্যাপম কেলেঙ্কারিতে তিন আধিকারিক নীতীন, অজয়কুমার সেন ও সি কে মিশ্র সহ ৪৯০ জনের নাম জড়ায়। দিগ্বিজয় ও প্রশান্ত অভিযোগ করেন, শিবরাজকে আড়াল করার জন্যই ইচ্ছাকৃতভাবে হার্ডডিস্ক থেকে ‘সিএম’ ফাইল মুছে ফেলা হয়েছে। তবে সিবিআই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement