এক্সপ্লোর
Advertisement
রতন টাটা, টাটা সন্সের বিরুদ্ধে মানহানির মামলা নাসলি ওয়াদিয়ার
মুম্বই: টাটা সন্সের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান রতন টাটা এবং এই সংস্থার বিরুদ্ধে ফৌজদারি ধারায় মানহানির মামলা দায়ের করলেন শিল্পপতি নাসলি ওয়াদিয়া। তাঁর অভিযোগ, রতন টাটা এবং টাটা সন্সের কয়েকজন ডিরেক্টর আপত্তিজনক এবং মানহানিকর তথ্য পেশ করে বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে তাঁকে টাটা গ্রুপ থেকে সরিয়ে দিয়েছেন। টাটা গ্রুপের বরখাস্ত হওয়া চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির পক্ষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। সেই কারণেই মানহানির মামলা করেছেন ওয়াদিয়া।
ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ সংস্থার চেয়ারম্যান ওয়াদিয়া বলেছেন, তাঁকে যেভাবে টাটা কেমিক্যালস, টাটা মোটর্স এবং টাটা স্টিলের বোর্ডের স্বাধীন ডিরেক্টর পদ থেকে সরানো হয়েছে, তাতে দেশে-বিদেশে বাণিজ্য জগতে তাঁর ভাবমূর্তি ও সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে ৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বম্বে হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছিলেন ওয়াদিয়া। এবার নতুন করে মামলা দায়ের করলেন তিনি। নিজের সমর্থনে সাক্ষী হিসেবে টাটার বিভিন্ন সংস্থার দু জন স্বাধীন ডিরেক্টর এবং অন্য দুটি সংস্থার শীর্ষ আধিকারিকের নাম উল্লেখ করেছেন ওয়াদিয়া। তবে তিনি কেন নতুন করে এই মামলা দায়ের করলেন, সেটা জানা যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement