এক্সপ্লোর
ফ্লিপকার্টের ৭৭ শতাংশ শেয়ার কিনে নিল ওয়ালমার্ট

নয়াদিল্লি: ১৬ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ভারতের ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্টের ৭৭ শতাংশ শেয়ার কিনে নিল মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা ওয়ালমার্ট। ফ্লিপকার্টের ইতিহাস থেকে শুরু করে ভবিষ্যতে কী হতে চলেছে, একনজরে দেখে নেওয়া যাক · ২০০৭ সালে বেঙ্গালুরুতে ফ্লিপকার্ট সংস্থা গড়ে তোলেন সচিন বনসল ও বিনি বনসল। ২০০৫ সালে আইআইটি দিল্লিতে তাঁদের আলাপ হয়। তাঁরা আমাজনে চাকরি করেছিলেন। অনলাইনে বই বিক্রির মধ্যে দিয়ে ফ্লিপাকার্টের যাত্রা শুরু · ফ্লিপকার্টে প্রথম যে বইটি বিক্রি হয়েছিল সেটি হল জন উডের লেখা লিভিং মাইক্রোসফট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড· ফ্লিপকার্টের প্রথম পূর্ণ সময়ের কর্মী অম্বুর আয়াপ্পা · ২০০৯ সালে টেনসেন্ট, ইবে ও মাইক্রোসফট সংস্থা থেকে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার উপার্জন করে ফ্লিপকার্ট · ২০১১ সালে সিঙ্গাপুরে নথিবদ্ধ সংস্থা হয় ফ্লিপকার্ট · ২০১০ সালে ভারতের প্রথম ই-কমার্স সংস্থা হিসেবে ক্যাশ অন ডেলিভারি পরিষেবা শুরু করে ফ্লিপকার্ট। এর ফলে অনলাইনে কেনাকাটার ধরনই বদলে যায় · উইরিড, লেটসবাই, এফএক্স মার্ট, মিন্ত্রা, ফোন পে-র মতো সংস্থাগুলি অধিগ্রহণ করেছে ফ্লিপকার্ট। এছাড়া জিভস ও এনজিপে সংস্থার অধিকাংশ শেয়ার অধিগ্রহণ করেছে ফ্লিপকার্ট · ২০১৭ সালে ফ্লিপকার্টের নথিবদ্ধ গ্রাহকের সংখ্যা ১০০ মিলিয়ন ছাড়িয়ে যায়। আজ এই সংস্থার এক লক্ষেরও বেশি নথিবদ্ধ বিক্রেতা ও ২১টি গুদাম আছে · ফ্লিপকার্টের পরিচালন সমিতিতে কিছু রদবদল হয়েছে। সিইও হয়েছেন কল্যাণ কৃষ্ণমূর্তি। বিনি হয়েছেন গ্রুপ সিইও। সচিন চেয়ারম্যানই আছেন · স্ন্যাপডিল কেনার প্রস্তাব দিয়েছিল ফ্লিপকার্ট। তবে শেষপর্যন্ত চুক্তি বাস্তবায়িত হয়নি · ওয়ালমার্টের সঙ্গে চুক্তির আগে বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের শেয়ার কিনে নেয় ফ্লিপকার্ট ভারতে ওয়ালমার্টের ব্যবসার ইতিহাস একনজরে দেখে নেওয়া যাক · ২০০৭ সালে ভারতী এন্টারপ্রাইজেসের সঙ্গে চুক্তির মাধ্যমে ভারতের বাজারে প্রবেশ করে ওয়ালমার্ট। ২০০৯ সালের মে মাসে পঞ্জাবের অমৃতসরে প্রথম দোকান খোলে এই মার্কিন সংস্থা · ২০১৪ সাল থেকে ভারতে এককভাবে ব্যবসা শুরু করে ওয়ালমার্ট · এখন ভারতের ৯টি রাজ্যে ২১টি অমনি-চ্যানেল ক্যাশ অ্যান্ড ক্যারি স্টোর রয়েছে ওয়ালমার্টের · ভারতে ১০ লক্ষেরও বেশি মানুষ তাদের সংস্থার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে ওয়ালমার্ট · গত বছরের নভেম্বরে মুম্বইয়ে ভারতের প্রথম ফুলফিলমেন্ট সেন্টার খুলেছে ওয়ালমার্ট · ভারতে বিভিন্ন ধরনের ব্যবসা চালাচ্ছে ওয়ালমার্ট
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















