এক্সপ্লোর
Advertisement
আরএসএস-এর ‘বিদ্বেষ ও বিভাজনের নীতি’র বিরুদ্ধে সংগ্রাম চলবে: রাহুল
নয়াদিল্লি : আরএসএস সম্পর্কে নিজের মন্তব্যে অনড় রয়েছেন বলে জানালেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। তিনি বলেছেন, আরএসএস-এর ‘বিদ্বেষ ও বিভাজনের নীতি’র বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবেন। ট্যুইট মারফত্ একথা জানান রাহুল।
I will never stop fighting the hateful & divisive agenda of the RSS. I stand by every single word I saidhttps://t.co/bUWzTHrgHW
— Office of RG (@OfficeOfRG) August 25, 2016
গতকাল সুপ্রিম কোর্টে আরএসএস সম্পর্কে মন্তব্য থেকে পিছু হঠেছেন বলে যে দাবি করা হয়েছিল এদিন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহও তা খারিজ করে দেন।
উল্লেখ্য, লোকসভা ভোটের প্রচারে মহারাষ্ট্রের একটি সভায় রাহুল বলেন, ‘‘আরএসএসের লোকেরা গাঁধীজিকে হত্যা করেছেন। আর আজ বিজেপিই এখন তাঁদের কথা বলে।’’ মহাত্মা গাঁধীর হত্যায় আরএসএসকে দায়ী করায় সঙ্ঘ রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করে।
এই মামলাতেই শেষপর্যন্ত নিজের বক্তব্য থেকে রাহুল পিছু হঠেছিলেন বলে দাবি করা হয়েছিল। কিন্তু দিগ্বিজয় বলেছেন, আরএসএসের লোকেরাই যে গাঁধীজিকে হত্যা করেছিলেন সেই বক্তব্যে অনড় রাহুল।
টুইটারে দিগ্বিজয় বলেন, আরএসএস সম্পর্কে রাহুল গাঁধী ভোলবদল করেননি। যারা হত্যা করেছিল, তারা আরএসএসের লোক।ঘৃণা ও হিংসার আদর্শই মহাত্মা গাঁধীকে হত্যা করেছিল।
রাহুলের আইনজীবী কপিল সিব্বল গতকাল সুপ্রিম কোর্টে জানান, গাঁধী-হত্যায় রাহুল আরএসএসকে প্রতিষ্ঠান হিসেবে দায়ী করেননি। তবে আরএসএসের কিছু লোকের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement