(Source: Poll of Polls)
কর্ণাটক সরকারের কাছ থেকে মহিলাদের ক্ষমতায়ন শিখুন, মোদীকে পাল্টা সিদ্দারামাইয়া
1. We have made education free for girls from class 1 to PG.
2. Bengaluru, the city you ridiculed yesterday, leads the nation with 25% women’s participation in workforce. In Delhi, the city you live in, the rate is 10%. We must be doing something right.
2/5
— Siddaramaiah (@siddaramaiah) May 4, 2018
আজ ‘নরেন্দ্র মোদী অ্যাপ’-এর মাধ্যমে বিজেপি মহিলা মোর্চার সদস্যদের সঙ্গে কথোপকথনের সময় মহিলাদের ক্ষমতায়নের পক্ষে সওয়াল করেন মোদী। তাঁর দাবি, সরকার ও দল মহিলাদের উন্নয়নকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এরই পাল্টা সিদ্দারামাইয়া বলেছেন, ‘যে শহরকে গতকাল আপনি উপহাস করেছেন, সেই বেঙ্গালুরুতেই কর্মক্ষেত্রে সর্বাধিক ২৫ শতাংশ মহিলা আছেন। আপনি যে শহরে থাকেন, সেই দিল্লিতে কর্মক্ষেত্রে ১০ শতাংশ মহিলা। আমরা নিশ্চয়ই ভাল কাজ করছি।’
3. Our Matrupoorna gives mid day meal to 10 lakh pregnant & lactating mothers so that motherhood is safe & the child is healthy.
4. We have amended law to make Child Marriage void ab initio.
5. We give free bus passes to all students, half of whom are girls.
3/5
— Siddaramaiah (@siddaramaiah) May 4, 2018
কর্ণাটকের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, মাত্রুপূর্ণ প্রকল্পে তাঁর সরকার ১০ লক্ষ অন্তঃসত্ত্বা মহিলা ও সদ্য মা হওয়া মহিলাদের মিড-ডে মিল দিচ্ছে। ওই মহিলারা যাতে ভালভাবে সন্তানের জন্ম দিতে পারেন এবং সন্তান সুস্থ থাকে, সেটা নিশ্চিত করার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। মহিলাদের ব্যবসা করার জন্য চার শতাংশ হারে ঋণ দেওয়া হচ্ছে।
6. We give loans to women entrepreneurs at 4% interest.
7. We have set up Industrial parks exclusively for women. We have received an international award for being the best state for women entrepreneurs.
8. We give a revolving fund of Rs 25,000 per group to women SHG.
4/5
— Siddaramaiah (@siddaramaiah) May 4, 2018
9. We have economic empowerment programs for sex workers, HIV+ women, transgenders etc.
10. We have introduced Pink Hoysala Vehicles for emergency response in Bengaluru city.
There are many more.
Dear @narendramodi ji let us cut Bhashan & promote Action.
5/5
— Siddaramaiah (@siddaramaiah) May 4, 2018