এক্সপ্লোর
Advertisement
জঙ্গি-জওয়ান এনকাউন্টারের জায়গায় যাচ্ছে কাশ্মীরী যুবকরা, এটা আত্মহত্যা, বললেন ডিজিপি
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে জঙ্গি, নিরাপত্তাবাহিনী সংঘর্ষ চলাকালে সেখানে জওয়ানদের পাথর ছোঁড়া থেকে বিরত থাকতে কাশ্মীরী যুবকদের আবেদন করলেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি এস পি বৈদ।
যুবকদের বিক্ষোভ দেখাতে এনকাউন্টারের জায়গায় যাওয়া আত্মহত্যার সামিল,বলেছেন তিনি। বৈদের বক্তব্য, সংঘর্ষ চলার সময় নিরাপত্তাবাহিনী, পুলিশ বুলেটপ্রুফ গাড়ি বা বাড়ির আড়ালে থাকে। সেখানে কখন কোন বুলেট কার গায়ে লাগবে, কেউ বলতে পারে না। তাই যুবকদের প্রতি আবেদন, ঘরে থাকুন, সংঘর্ষস্থলে যাবেন না। ওদের বোঝা উচিত, উপত্যকায় যারা শান্তি চায় না, তারাই নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ওদের ব্যবহার করছে।
জঙ্গিদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে নিরাপত্তাবাহিনীকে পাথর ছুঁড়তে সোস্যাল মিডিয়াকে ব্যবহার করে যুবকদের তাতানো হচ্ছে বলেও অভিযোগ করেন বৈদ। বলেন, যে মূহূর্তে কোথাও এনকাউন্টার শুরু হচ্ছে, সঙ্গে সঙ্গে ৩০০ হোয়াটসঅ্যাপ গ্রুপকে সক্রিয় করে যুবকদের ক্ষেপিয়ে সংঘর্ষস্থলে পাথর ছুঁড়তে চলে যেতে বলা হয়। প্রতিটি গ্রুপে আছে ২৫০-র বেশি ছেলে। ফেসবুকের মতো সোস্যাল মিডিয়াকেও কাজে লাগানো হচ্ছে।
এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির ওপর নজরদারি চলছে, কয়েকটি অ্যাকাউন্টের হদিশ মিলেছে সীমান্তের ওপারে, জানান তিনি।
এও বলেন, সাম্প্রতিক পাথর ছোঁড়ার ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, তাদের মা-বাবা-ভাই বা বোনের কথা একবার ভাবুন। ১০দিন বাদে মৃতদের লোকে ভুলে যাবে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে পরিবারগুলির। আমরা কিন্তু আমাদের কাজ করে যাব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement