Nepal News: 'সোশাল মিডিয়ায় নিষেধাজ্ঞার জন্য এই প্রতিবাদ নয়, আমরা...', নেপালে কী চাইছে Gen-Z ?
Gen-Z Protests in Nepal: প্রতিবাদের দ্বিতীয় দিনে আরও দুই জনের মৃত্যুর পর, বিক্ষোভের আঁচ বাড়তে থাকে। প্রধানমন্ত্রী ওলির বহিষ্কার ও সরকার বাতিলের দাবিতে সরব হন Gen-Z।

কাঠমাণ্ডু : বিক্ষোভের আগুনে জ্বলছে নেপাল। Gen-Z-র প্রতিবাদে ছড়িয়ে পড়েছে অশান্তির আগুন। এই পরিস্থিতিতে ইস্তফা দিয়ে সেনার হেলিকপ্টারে কাঠমাণ্ডু ছাড়তে দেখা গিয়েছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। প্রতিবাদের দ্বিতীয় দিনে আরও দুই জনের মৃত্যুর পর, বিক্ষোভের আঁচ বাড়তে থাকে। প্রধানমন্ত্রী ওলির বহিষ্কার ও সরকার বাতিলের দাবিতে সরব হয় Gen-Z। এই আবহে Gen-Z-র মধ্যে থেকেই নেপালে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বেছে নেওয়ার দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা। পরিবর্তনের দাবি জানিয়েছে Gen-Z।
কাঠমাণ্ডুতে বিক্ষোভকারী Gen-Z-র এক প্রতিনিধি বলেন, "এটা আমাদের দেশ। এই দেশ Gen-Z-র। রাজনীতিকরা পালিয়েছেন। ওঁরা সবাই দুর্নীতিগ্রস্ত। Gen-Z থেকেই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি করতে হবে। আমাদের দেশ আবার মাথা তুলে দাঁড়াবে। নেপালিরা শক্তিশালী। কারো সামনে নতজানু হবে না নেপালিরা।"
#WATCH | Kathmandu, Nepal: A protestor says, "This is our country. This country belongs to Gen-Z. The politicians have run away; they are all corrupt. The Prime Minister and the President should be from Gen-Z. Our country will rise again. Nepalis are strong, Nepalis will not bow… https://t.co/32EBVdClen pic.twitter.com/6sR5HJmpRe
— ANI (@ANI) September 9, 2025
অপর এক বিক্ষোভকারী বলেন, "Gen-Z-র প্রতিবাদীরা সংসদ ভবনে আগুন জ্বালিয়ে দিয়েছে। গতকাল নেপাল পুলিশ ১৯ জন ছাত্রকে মেরে ফেলেছে। সোশাল মিডিয়ায় নিষেধাজ্ঞার জন্য এই প্রতিবাদ নয়, আমরা প্রতিবাদ জানাচ্ছি কারণ, আমরা যুব নেতা চাই। আমরা পরিবর্তন চাই। Gen-Z যুব নেতা চায়।"
#WATCH | Kathmandu, Nepal: A protestor says, "The Parliament building is set on fire by the Gen-Z protestors. Yesterday, Nepal Police personnel killed at least 19 students. The protest is not because of the social media ban, but we are protesting because we want a youth leader.… https://t.co/l81EOa2H3y pic.twitter.com/XhFNjgSosB
— ANI (@ANI) September 9, 2025
Gen-Z-র অপর এক আন্দোলনকারীর কথায়, "আপনারা সকলেই দেখেছেন, গতকাল কীভাবে ছাত্রদের মেরে ফেলা হয়েছে। ২১-২২ জন ছাত্রকে হত্যা করা হয়েছে। ৫০০-র বেশি আহত। এভাবে যদি ছাত্রদের মেরে ফেলা হয়, কীভাবে দেশ চলবে ? খুব নিষ্ঠুর সরকার এটা...আমরা এ ধরনের গণতন্ত্র চাই না।"
দুই দিন ধরে দুর্নীতি-বিরোধী হিংসাত্মক প্রতিবাদের পর, মঙ্গলবার পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সংবাদ সংস্থা রয়টার্সকে প্রধানমন্ত্রীর সঙ্গী প্রকাশ শিলওয়াল জানিয়েছেন, "প্রধানমন্ত্রী ইস্তফা দিয়েছেন।" শুধু তা-ই নয়, সেনার হেলিকপ্টারে ওলিকে কাঠমাণ্ডু ছাড়তে দেখা গিয়েছে। জনরোষে কার্যত জ্বলছে নেপাল।#WATCH | Kathmandu, Nepal: A protestor says, "You all have seen how students were killed yesterday. Around 21-22 students were killed, and over 500 were injured. If students are killed like this, how will the country function? This has become a very cruel regime... We do not want… https://t.co/32EBVdClen pic.twitter.com/BECs98SwXK
— ANI (@ANI) September 9, 2025























