বালাসোরের পর পুরী ! প্রকাশ্য রাস্তায় স্কুলপড়ুয়ার গায়ে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা, ভয়ঙ্কর ঘটনা
আশঙ্কাজনক অবস্থায় ভুবনেশ্বর এইমসে ভর্তি কিশোরী। পুরীর নিমাপাড়ার ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা

পুরী : বালাসোরে গায়ে আগুন লাগিয়ে এক তরুণীর মৃত্যুর পর এবার ভয়াবহ ঘটনা পুরীতে। শনিবার পুরী জেলায় এক ১৫ বছর বয়সী কিশোরীর গায়ে প্রকাশ্যে লাগিয়ে দেওয়া হল আগুন। বালাসোরে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে তোলপাড় দেশ। বিরোধীদের নিশানায় ওড়িশার বিজেপি সরকার। এরই মধ্যে আবার ওড়িশায় মৃত্যু হল কলেজ ছাত্রীর।
পুরীর নিমাপাড়ায় প্রকাশ্য রাস্তায় ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ভুবনেশ্বর এইমসে ভর্তি কিশোরী। পুরীর নিমাপাড়ার ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা । এর আগে গত ১২ জুলাই: বালাসোরে কলেজের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে ক্যাম্পাসের মধ্যেই গায়ে আগুন দেয় এক ছাত্রী। ৩ দিন পর হাসপাতালে মৃত্যু হয় কলেজ ছাত্রীর।
সূত্রের খবর, মেয়েটি তার বন্ধুর বাড়ি যাচ্ছিল। সেই সময় গ্রামেরই তিন দুর্বৃত্ত তা গায়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নারী ও শিশু উন্নয়ন বিভাগে মন্ত্রী প্রবতী পারিদা একটি এক্স পোস্টে ঘটনাটি জানিয়েছেন। "পুরী জেলার বালঙ্গায় কয়েকজন দুর্বৃত্ত রাস্তায় পনের বছর বয়সী এক কিশোরীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে, এই খবর শুনে আমি দুঃখিত এবং মর্মাহত," তিনি লিখেছেন। তিনি জানান, মেয়েটির চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে।






















